চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ পেশাদার সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন চৌগাছার কৃতিসন্তান সাংবাদিক মুরসালীন নোমানী। গত বুধবার ঢাকার সেগুনবাগিচায় ডিআরইউ কার্যালয়ে সকাল ৯ টা হতে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নোমানী ৬৩৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি চৌগাছার সিংহঝুলী ইউনিয়নের গরীবপুর গ্রামের পিতা শহিদুল ইসলাম মনি ও মাতা তহুরা বেগমের ছেলে।
সাংবাদিক নোমানীর এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন প্রেসকাব চৌগাছা ও রিপোর্টার্স কাবের সাংবাদিক নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন প্রেসকাবের সভাপতি আলমগীর মতিন চৌধুরী, সিনিয়র সহ সভাপতি সহকারী অধ্যাপক ইয়াকুব আলী, সহ সভাপতি শেখ ওয়ালিউর রহমান, সাধারণ সম্পাদক শাহানুর আলম উজ্জ্বল, যুগ্ম সম্পাদক এম শাহীন, সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম, রিপোর্টার্স কাবের সভাপতি মুকুরুল ইসলাম মিন্টু, সিনিয়র সহ সভাপতি খলিলুর রহমান জুয়েল, সহ সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক এম হাসান মাহমুদ, যুগ্ম সম্পাদক শামীম রেজা, সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, সাংবাদিক সুজন দেওয়ান, সেঁজুতি নুর, কবিরুল ইসলাম, এহসান জামিল, জাহিদ হাসান সোহান, মহিদুল ইসলাম প্রমুখ।















