তাবাস্সুম ফাউন্ডেশনের উদ্যোগে চিকিৎসা ক্যাম্প বিজয় দিবসে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন নারীরা

0
196

খাজুরা (যশোর) প্রতিনিধি : যশোরের খাজুরায় স্বেচ্ছসেবী সংগঠন তাবাস্সুম ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ ডিসেম্বর) স্থানীয় চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। দিনব্যাপী চলা কর্মসূচিতে সহযোগিতা করে মাক্স মেডিকেল সার্ভিসেস ও স্বেচ্ছাসেবী সংগঠন কে আর এস হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশনের শতাধিক সদস্যরা। যশোর মেডিকেল কলেজ হাসপাতাল ও বেসরকারি কয়েকটি ক্লিনিকের বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ ১১ জন চিকিৎসক রোগীদের ব্যবস্থাপত্র দেন। ক্যাম্পে প্রায় সহ¯্রাধিক নারী-পুরুষ ও শিশুকে সেবা দেওয়া হয়। এদিন সকালে ১০টায় চিকিৎসা শিবিরের উদ্বোধন করেন, তাবাস্সুম ফাউন্ডেশনের সভাপতি কানাডা প্রবাসী মাসুম হোসেন। এ বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি যশোর জেলার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বিশ^াস, চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাও. আব্দুর রাজ্জাক, অবসরপ্রাপ্ত মাদরাসা শিক্ষক আহম্মদ আলী, সাংবাদিক মুন্সী মনিরুজ্জামানসহ অনেকে উপস্থিত ছিলেন। কে আর এস হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশনের সভাপতি মোস্তাকিম বিন জামান বলেন, ‘নারীরা অনেক সময় নিজের স্বাস্থ্য নিয়ে তেমন ভাবেন না। কোনো সমস্যা শেষ পর্যন্ত চেপে রাখতে চেষ্টা করতে পারেন। সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে বিজয়ের মাসে তাই নারীদের জন্য আমরা এই বিশেষ উদ্যোগ নিয়েছি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here