মহেশপুর(ঝিনাইদহ)অফিস ঃ ঝিনাইদহের মহেশপুরে শহিদুল ইসলাম নামে এক কৃষকের ৩৩ শতাংশ (এক বিঘা) জমির সিমগাছ কেটে সাবাড় করেছে দূর্বৃত্তরা। এতে কৃষকের প্রায় ২ লাধিক টাকার তি হয়েছে বলে জানিয়েছেন মাঠের কৃষকরা। এ বিষয়ে ভুক্তভোগী শহিদুল ইসলাম মহেশপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
শুক্রবার দিবাগত রাতে উপজেলার নেপা ইউনিয়নের সলেমানপুর গ্রামের লোকমান হোসেনের ছেলে শহিদুল ইসলামের জমির সম্পূর্ণ সিমগাছ কেটে দেয় দুর্বৃত্তরা।
শনিবার বেলা ১২টার দিকে সরেজমিনে ওই েেত গিয়ে দেখা যায় েেতর সম্পূর্ণ সিমগাছ কেটে দেয়া হয়েছে। রোদের তাপে গাছগুলি শুকাতে শুরু করেছে। এসব দেখতে এসে ওই কৃষক েেতর পাশেই জ্ঞান হারিয়ে পড়ে যান। শহিদুল ইসলাম বলেন, এই েেত এখন পর্যন্ত সার কীটনাশকে ৭০ হাজার টাকার উপরে খরচ হয়েছে। দুইদিন তিনি সিম বিক্রি করেছেন। সামনে হাটে আরও ১০০ কেজি সিম বাজারে বিক্রি করা যেতো। পরের হাট থেকেই পাঁচ থেকে ছয় মন করে সিম উঠতো। তিনি বলেন, একজনের পক্ষে এত গাছ কাটা সম্ভব নয়। কয়েকজনে মিলে রাতের আঁধারে এই কাজ করেছে। মাঠের কৃষক আবুল কাশেম, নাজমুল হোসেনসহ অন্য কৃষকরা বলেন, চাষী হিসেবে যে অভিজ্ঞতা তা থেকে বলতে পারি যে সিমগাছ নষ্ঠ করা হয়েছে তাতে তাঁর দেড় থেকে দুই ল টাকার তি হয়েছে। কৃষক শহিদুল আরো বলেন, আমার কোন শত্রু নেই। কারও সাথেই আমার কোন দ্বন্দ্ব নেই। কে কেন এই তি আমার করলো বুঝতে পারছি না। আমি সুষ্ঠ তদন্ত পূর্বক বিচার চাই।
স্থানীয় ইউপি চেয়ারম্যান শামছুল আলম মৃধা বলেন, শহিদুল কোন রাজনীতি করে না। কারও সাথে তাঁর কখনও কথাকাটাকাটি হয়েছে বলেও শুনিনি। সে সারাদিন মাঠে কাজ করে। কাজটি যেই করুক তাঁর শাস্তি হওয়া দরকার।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)সেলিম মিয়া বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক অপরাধীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।















