যশোরে ২ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

0
225

স্টাফ রিপোর্টার : যশোরে ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যযশোরে ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য ‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যে যশোরে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে যশোর টাউন হল ময়দানে বেলুন উড়িয়ে মেলা উদ্বোধন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আহসান হাবীব, জেলা শিা কর্মকর্তা একেএম গোলাম আজম ও অতিরক্ত পুলিশ সুপার ফিরোজ কবীরসসহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মেলায় সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও বিদ্যালয়ের ৬০টি স্টল বসানো হয়েছে। স্টলগুলোতে শিার্থীদের নানা উদ্ভাবন ও সরকারি প্রতিষ্ঠানের ডিজিটাল সেবার তথ্য উপস্থাপন করা হয়েছে। এর আগে মেলা উপলে যশোর কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদণি করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here