বেনাপোলে অসুস্থ পাসপোট যাত্রীদের সেবায় হুইল চেয়ার উপহার দিলেন সুলতান মাহমুদ বিপুল

0
316

বেনাপোল থেকে এনামুলহকঃ বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে যাতায়াতকারী অসুস্থ ও প্রতিবন্ধী যাত্রীদের সেবায় ৫টি হুইল চেয়ার উপহার দেন যশোর সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ বিপুল।
সোমবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার সময় বেনাপোল চেকপোস্টে কাস্টমস কর্তৃপক্ষের হাতে এ উপহার তুলে দেওয়া হয়।
উপহার প্রদান শেষে যশোর সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও মেসার্স সুলতান মাহমুদ সিএন্ডএফ এজেন্টের স্বত্বাধিকারী সুলতান মাহমুদ বিপুল বলেন, বেনাপোল চেকপোস্ট দিয়ে প্রতিদিন শতশত বয়স্ক, প্রতিবন্ধি ও অসুস্থ পাসপোর্ট যাত্রী যাতায়াত করেন। ভারত – বাংলাদেশ যাতায়াতের সময় ঘন্টা পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে অসুস্থ যাত্রীরা আরও অসুস্থ হয়ে পড়েন। তাদের যাতায়াত সহজ করতে ৫টি হুইল চেয়ার প্রদান করেছি।
এসময় উপস্থিত ছিলেন, বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের কাষ্টমস রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম,আমিনুল ইসলাম,মেজবা উদ্দীন, কাষ্টমস গোয়েন্দা আনিছুর রহমান, কাষ্টমসের সাবইন্সেপেক্টর মুছা রনি, সিপাই আব্দুল্লা প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here