মণিরামপুরে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ পরিবার পেল সহায়তা

0
191

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুরে কাভার্ডভ্যান চাপায় নিহত পাঁচ জনের পরিবারকে ২৫ হাজার টাকা করে সহায়তা দিয়েছেন জেলা প্রশাসক।
সোমবার (০৫ ডিসেম্বর-২০২৫) দুপুরে উপজেলার ভোজগাতী ইউনিয়ন পরিষদে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের পক্ষে নিহতদের স্বজনদের হাতে এ অর্থ তুলেদেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কবির হোসেন।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, ভোজগাতী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনিচুর রহমান, আওয়ামীলীগ নেতা তরুণ কান্তি হালদার বাপন প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে জেলা প্রশাসকের পাশাপাশি নিহতদের চারজনের পরিবারকে পাঁচ হাজার করে টাকা দিয়েছে মণিরামপুর উপজেলা যুবলীগ।
ভোজগাতী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।
চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন- জেলা প্রশাসক ও যুবলীগের সহায়তার পাশাপাশি নিহত হাবিবুর রহমানের স্ত্রী ও তৌহিদুল ইসলামের স্ত্রীকে আমার পক্ষ থেকে দুটি সেলাই মেশিন দেওয়া হয়েছে।
উল্লেখ্য- গত শুক্রবার (০২ ডিসেম্বর-২০২২) সকাল সাড়ে ৭টার দিকে মণিরামপুরের বেগারীতলা বাজারে কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে একটি হোটেলে ঢুকে পড়ে। এ সময় কাভার্ড ভ্যানের ধাক্কায় নিচে চাপা পড়ে টুনিয়াঘরা গ্রামের হাবিবুর রহমান, তাঁর শিশু ছেলে তাওশীন, একই গ্রামের সামছুর রহমান, তাঁর নাতী তৌহিদুল ইসলাম ও জয়পুর গ্রামের জিয়াউর রহমান নিহত হন। নিহতদের সবাই ওই সময় বাজারে নাস্তা করতে এসেছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here