চৌগাছায় উচ্চমূল্যে সার বিক্রির অভিযোগে অভিযান ৬৩ বস্তা সার জব্দ ১৫ হাজার টাকা জরিমানা

0
190

চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের চৌগাছায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে ৬৩ বস্তা সার জব্দসহ সার বিক্রেতাগণকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে। অবৈধভাবে উচ্চমূল্যে সার বিক্রির অভিযোগে মঙ্গলবার বেলা সাড়ে ১২ টায় পৌর বাজারের উপজেলা সংলগ্ন মেসার্স বিশ্বাস ট্রেডার্স ও আরবান এন্টারপ্রাইজে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা।
তথ্যসূত্রে জানা গেছে, পৌর বাজারে অবস্থিত মেসার্স বিশ্বাস ট্রেডার্স ও আরবান এন্টারপ্রাইজ দীর্ঘদিন ধরে কালোবাজারে উচ্চমূল্যে সার বিক্রি করে আসছিল। কৃষি অফিসের মাধ্যম দিয়ে উপজেলা প্রশাসন বিষয়টি জানতে পেরে মঙ্গলবার দুপুরে সে ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে। এ সময় মেসার্স বিশ্বাস ট্রেডার্স ও আরবান এন্টারপ্রাইজ থেকে সরকারী নির্ধারিত মূল্যে সার না বিক্রি করে, উচ্চমূল্যে অবৈধভাবে বিক্রয়ের উদ্দেশ্যে মজুদকৃত ৬৩ বস্তা ইউরিয়া ও ডিএপি সার জব্দ করে।
অভিযানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সমরেন বিশ্বাস, পরিকল্পনা বাস্তবায়ন কর্মকর্তা ইসতিয়াক আহমেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিজানুর রহমানসহ আইন শৃঙ্খলা বাহিনির সদস্যরা।
এ সময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইরুফা সুলতানা বলেন, সরকারী নির্দেশ অমান্য করে উচ্চ মূল্যে সার বিক্রির জন্য অভিযান পরিচালনা করে ইউরিয়া ও ডিএপিসহ সর্বমোট ৬৩ বস্তা সার জব্দ ও ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং আগামীতে এমন অভিযান অব্যহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here