ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া(খুলনা) : খুলনার ডুমুরিয়ার গুটুদিয়া এলাকা থেকে ১০টি ককটেল সদৃশ্য বস্তুু উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে এগুলো উদ্ধার করা হয়। এর আগে ওই এলাকায় ২টি গুলির শব্দ শোনা যায়।
থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া অব্দার মাথা নামক মোড় থেকে শলুয়াগামী সড়কের বড়ডাঙ্গা ব্রীজের উত্তর-পাশ এলাকায় হঠাৎ ২টি গুলির শব্দ শুনতে পান এলাকাবাসি। এসময় সাধারণ মানুষের মধ্যে নানা গুঞ্জন ও আতংক ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ কনি মিয়ার নেতৃত্বে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাসহ অন্যান্য সদস্যবৃন্দ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।
এ সময় এলাকাবাসীর মুখে ঘটনার বর্ণনা শুনে তল্লাশী শুরু করেন। একপর্যায়ে রাস্তার পাশ থেকে ৫টি বড় ও ৩টি ছোট ব্যাগ উদ্ধার করা হয়।উদ্ধারকৃত ব্যাগের ভিতর ১০টি হাত বোমা,কিছু পাথর-সহ বেশকিছু কাপড়-চোপড়ও রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা বা কাউকে আটক করতে সক্ষম হয়নি পুলিশ।















