অবশেষে তামিম (০৪) খুঁজে পেল তার মায়ের কোল

0
298

নাসির উদ্দিন নয়ন কুয়াদা(যশোর)প্রতিনিধিঃ গত মঙ্গলবার ০৬/১২/২২ খুলনা থেকে যশোরগামী ছেড়ে আসা রকেট মেইল ট্রেনের থেকে ছিটকে পড়ে সকাল ১১টার সময় যশোর সদর রাজারহাট লেভেল ক্রসিং গেটের আগে একটি বাগানে রক্তাক্ত অবস্থায় প্রচন্ড আঘাতপ্রাপ্ত হয় তামিম (০৪) সে সময় ওই এলাকার আলী হোসেন ৪৫ একজন কৃষক তাকে দেখতে পেয়ে সেটি কে উদ্ধার করে। সেই মুহূর্তেই যশোর সদর ১১নং রামনগর ইউনিয়নের ইউনিয়নের চেয়ারম্যান লাইভ কে জানায়, পরক্ষণ যশোর সদ র ১১ নং রামনগর ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদ হাসান লাইফ স্থানীয়ভাবে শিশু তামিম কে ট্রিটমেন্ট দিয়ে যশোর সদর হাসপাতালে বাচ্চাটিকে নিজ দায়িত্বে নিয়ে ভর্তি করিয়ে দেয় যশোর ২৫০শষ্যা হসপিটালে ও চিকিৎসা সহ সার্বিক খরচ চেয়ারম্যান বহন করে, এবং রামনগর ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদ হাসান লাইফ, হোসেন আলী (৪০) ও মাসুদ পারভেজ হিমেল সহ পাঁচ সদস্যের একটি টিম গঠন করে শিশু তামিম কে সর্বক্ষণ দেখাশোনার জন্য জ্ঞান ফিরলে এক পর্যায়ে শিশুর কাছে তার নাম ঠিকানা জিজ্ঞাসা করলে ছেলেটি তার নাম বাবার নাম, মায়ের নাম শুধু বলতে পারে কিন্তু এলাকার নাম বলতে না পারায়, চেয়ারম্যান মাহমুদ হাসান লাইফ তৎক্ষণিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশু তামিমের ছবিটি ফেসবুকে পোস্ট করে সকলের কাছে নাম ঠিকানা চেয়ে সহযোগিতা প্রার্থনা করে। অবশেষে আজ বুধবার দুপুর ০২টায় কোতোয়ালি থানা থেকে জানায় শিশুটির পরিবারের (মা-তানিয়া) সন্ধান মিলেছে, এবং বিকাল ০৪টায় যশোর সদর হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডের ২৫ নম্বর বেডে শিশু তামিমকে পুলিশের সহযোগিতায় তামিমের মা তানিয়ার কাছে হস্তান্ত করে, তামিমের মা তানিয়া জানায় আমার শিশু তামিম গত ৩ তারিখ বৃহস্পতিবার হঠাৎ করে বাড়ি থেকে হারিয়ে যায় অনেক খোঁজাখুঁজির পর আজ সকালে তামিমের শিক্ষিকা রোমা ম্যাডাম আমাকে ডেকে জানাই আপনার সন্তান তামিম এক্সিডেন্ট করে যশোর ২৫০শষ্যা হসপিটালে ভর্তি আছে, এতটুকু শুনে ই আমি আজ সকাল ১০টায় রাজবাড়ী দৌলোদিয়া থেকে যশোরের উদ্দেশ্যে রওনা দিয়ে দুইটার সময় যশোর কোতয়ালী থানায় এসে আমার সন্তানের বিষয়টি জানালে তখন কোতয়ালী থানার পুলিশ কর্মকর্তারা আমাকে যশোর সদর হাসপাতালে পাঠিয়ে দেয় এরপর আমার বাচ্চাকে আমি খুঁজে পাই, এবং জানতে পারি যশোর সদর ১১ নং রামনগর ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদ হাসান লাইফ নিজের সন্তানের মতন দায়িত্ব নিয়ে আমার সন্তান তামিমকে চিকিৎসা বহন করে আসছেন, তাকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না দোয়া করি তিনি যেনো অনেক বড় হন, বলতে বলতে কেঁদে ফেলেন মা তানিয়া। এরপর কোতয়ালী মডেল থানার এস আই মিহির মন্ডল ও ১১নং রামনগর ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদ হাসান লাইভ দুইজনে মিলে আহত শিশু তানভীর(০৪) কে তার মা তানিয়ার কাছে হস্তান্তর করে। চেয়ারম্যান মাহমুদ হাসান লাইভ জানায় মানবতার জায়গা থেকে যতটা আমার পক্ষে যতটা সদ্য, আমি অসহায় মানুষের ততটা করার চেষ্টা করে আসছি আমার সাধ্যমত আল্লাহ যেন আমাকে প্রতিটা অসহায় মানুষের এভাবেই পাশে থাকার দাঁড়ানোর তৌফিক দান করে এর থেকে আর বেশি কিছু চাওয়ার নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here