যশোরে ৩ দিনব্যাপী তথ্য মেলার উদ্বোধন

0
200

যশোর অফিস : আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে যশোরে ৩ দিনব্যাপী তথ্য মেলার উদ্বোধন করা হয়েছে। সচেতন নাগরিক কমিটি যশোরের উদ্যোগে বুধবার সকাল সাড়ে ৯টায় যশোর কালেক্টেরেট চত্ত্বরে জেলা প্রশাসক মো.তমিজুল ইসলাম খান এ মেলার উদ্বোধন করেন। এসময় সচেতন নাগরিক কমিটির সভাপতি শাহীন ইকবাল উপস্থিত ছিলেন।
‘দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ স্লোগান দেয়া হয়। মেলায় সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ২০টি স্টল দেয়া হয়েছে। এসব স্টলে সরকারি সেবার তথ্য দেয়া হচ্ছে। দেশে সর্বস্তরে দুর্নীতি প্রতিরোধ, টেকসই উন্নয়ন ও গণতন্ত্র সমুন্নত রাখতে জনগণকে সচেতন করতে এবং তথ্য অধিকার আইনের সঠিক প্রতিফলন ঘটাতে এ মেলার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here