এহসানুল হোসেন তাইফুর, বিশেষ প্রতিনিধি: বিজয়ের মাসে সারাদেশে স্বাধীনতা বিরোধী জামাত-বিএনপি’র সন্ত্রাসীদের নাশকতা, নৈরাজ্যের প্রতিবাদে কেশবপুরে বিােভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে কেশবপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ত্রিমোহিনী মোড় চত্বরে ওই বিােভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. রফিকুল ইসলাম পিটু, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কর্তিক চন্দ্র সাহা, গৌরীঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন, হাসানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুজ্জামান তৌহিদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম কুমার রায়, উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌর কাউন্সিলর বি এম শহিদুজ্জামান শহিদ, যুগ্ম আহবায়ক আবু সাইদ লাভলু, এস এম মোহাব্বত আলী প্রমুখ।
সমাবেশ শেষে একটি বিশাল বিােভ মিছিল কেশবপুর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিােভ সমাবেশ স্থলে শেষ হয়।
Home
যশোর স্পেশাল স্বাধীনতা বিরোধী সন্ত্রাসীদের নাশকতা, নৈরাজ্যের প্রতিবাদে কেশবপুরে আওয়ামী লীগের সমাবেশ ও বিােভ...















