নিয়ম মেনে ম্যানেজিং কমিটি করা হয়েছে দাবী করে প্রধান শিক্ষকের সংবাদ সম্মেল

0
202

মহেশপুর(ঝিনাইদহ)অফিস ঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের বিআরএকেএস মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নিয়ম মেনে গঠন করা হয়েছে। সাবেক সভাপতি জালাল উদ্দিন ম্যানেজিং কমিটির সভাপতি হতে না পেরে পত্র পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করছেন এমন দাবী করে সংবাদ সম্মেলন করেছেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামিরুল ইসলাম তোতা। গতকাল মঙ্গলবার সকালে মহেশপুর প্রেসকাবের নিজস্ব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন তিনি।
এসময় তিনি সংবাদিকদের জানান, নিয়ম অনুযায়ী গত ২৭ অক্টোবর বিআরএকেএস মাধ্যমিব বিদ্যালয়ের কমিটি গঠন করা হয়। সকল পদে একজন করে প্রার্থী হওয়ায় ভোটের প্রয়োজন পড়েনি। সেকারনে প্রিজাইডিং অফিসের মাধ্যমে প্রতি পদের জন্য যারা মনোনয়ন ক্রয় করে ছিলেন তাদেরকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
তবে অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি জালাল উদ্দিন সভাপতি হতে না পেরে বিভিন্ন ভাবে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নিয়ে মিথ্যা ও বানোয়াট তথ্য বিভিন্ন মহলে ছড়িয়ে বেড়াচ্ছে। এসব মিথ্যা তথ্যের কারণে অত্র বিদ্যালয়ের সম্মান ক্ষুন্ন হচ্ছে বলেও জানান তিনি।
এসময় প্রধান শিক্ষক জামিরুল ইসলাম তোতা, সাংবাদিকের মাধ্যমে সাবেক সভাপতি জালাল উদ্দিনের এসম অহেতুক কর্মকান্ডের ব্যাপারে সংশ্লিষ্ট কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here