বাঘারপাড়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

0
257

আজম খান, বাঘারপাড়া(যশোর) : যশোরের বাঘারপাড়ায় শহীদ বুদ্ধিজীবী দিবসে মুক্তিযুদ্ধের স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন।
এদিন সকালে প্রশাসনের পক্ষে শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রণজিৎ কুমার রায় এমপি । এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান , সহকারি কমিশনার (ভূমি) তামান্না ফেরদৌস , পৌর সভার মেয়র কামরুজ্জামান বাচ্চ, বীরমুক্তিযোদ্ধা শহিদুল্লাহ খন্দকার , ইউপি চেয়ারম্যান বাবলু কুমার সাহা , রায়পুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন ও আওয়ামীলীগ নেতা আব্দুর রাজ্জাক রাজা প্রমুখ।
এদিকে একই দিন বিকালে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা হাসান আলী দলীয় নেতাকমর্ীদের সাথে নিয়ে শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সহকারি অধ্যাপক নজরুল ইসলাম, নারিকেলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমদাদ হোসেন, পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ফয়সাল আহম্মদ মিল্টন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সিদ্দিকী, আওয়ামীলীগ নেতা গোলাম মোস্তফা, ইউপি সদস্য ফিরোজ হাসান ও ছাত্রলীগ নেতা সুলতান মাহমুদ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here