যশোরের চৌগাছা সীমান্ত থেকে ১৮ পিস স্বর্ণের বারসহ যুবক আটক

0
195

যশোর অফিস : যশোরের চৌগাছা উপজেলার তিলকপুর সীমান্ত এলাকা থেকে ১৮ টি স্বর্ণের বারসহ নাজমুল হোসেন (২২) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। বুধবার দুপুর ৩টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক নাজমুল হোসেন চৌগাছা উপজেলার ঝিনাইকুন্ডু গ্রামের শরিফুল আলম বাবুর ছেলে।
যশোর ৪৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাবিলদার মোঃ আঃ কাদেরের নেতৃত্বে বিজিবির একটি টিম চৌগাছা উপজেলার তিলকপুর সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় সীমান্তের মেইন পিলার থেকে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাকা রাস্তায় একটি মোটরসাইকেলের গতিরোধ করেন তারা। মোটরসাইকেল চালক নাজমুল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে ধাওয়া দিয়ে আটক করা হয়। এরপর তার দেহ তল্লাশী করে সোয়েটারের মধ্যে সুকৌশলে লুকায়িত ১৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক ওজন ২ কেজি এবং বাজার মূল্য ২ কোটি টাকা।
তিনি আরো জানান, জব্দকৃত স্বর্ণের বার ও মোটরসাইকেলসহ আসামিকে চৌগাছা থানায় সোপর্দ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here