কালীগঞ্জ বিচালীর গাড়ি চাপায় বড় ভাই নিহত,ছোট ভাই আহত 

0
217
Exif_JPEG_420

স্টাফ রিপোর্টার কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহ কালীগঞ্জে ইঞ্জিনচালিত আলমসাধু চাপায় শাকিল হোসেন (২২) নামের এক যুবক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে তার আরেক ভাই সজিব হোসেন (১৯। তারা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মশিয়ার রহমান খাঁনের ছেলে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোর ৫ টার দিকে আড়পাড়া- কালীগঞ্জ সড়কের কোলা ইউনিয়নের খালকুলা গ্রামে। তারা পেশায় গোখাদ্য বিচালী ব্যবসায়ী। 
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার ভোরে শাকিল এবং সজিব দুই ভাই নছিমনে বিছালী বোঝাই দিয়ে কুষ্টিয়ায় বিক্রি করতে যাচ্ছিল। কুয়াসাঘেরা ভোরে যাওয়ার পথে আড়পাড়া -কালীগঞ্জ সড়কের খালকুলা গ্রামের মধ্যে পৌছলে নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশের গর্তে ছিটকে পড়ে। এতে চালক বড় ভাই শাকিল বিছালী গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যায়। আহত হয় গাড়ির উপরে থাকা ছোট ভাই সজিব। পরে স্থানীয়রা আহত সজিবকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here