কুষ্টিয়ায় ট্রাকের চাপায় প্রান হারালো ইট ভাটার মালিক

0
294

নিজস্ব প্রতিবেদক কুষ্টিয়াঃ কুষ্টিয়ায় ট্রাকচাপায় ইকবাল হোসেন (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও এক যুবক। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে কুষ্টিয়ার বটতৈল বাইপাস সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহত ইকবাল কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার কন্দরপোদিয়া গ্রামের বাসিন্দা। সে পেশায় ইট ভাটার ব্যবসায়ী। কুষ্টিয়া হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবব্রত রায় বলেন, বৃহস্পতিবার দুপুরে মোটরসাইকেল বটতৈল বাইপাস সেতুর ওপর একটি মালবাহী ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এ সময় ইকবাল রাস্তার ওপর ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই ইকবালের মৃত্যু হয়।আটককৃত ট্রাক ড্রাইভার রিপন জানান, আমি কুষ্টিয়া রানাখড়িয়া থেকে বালি ভর্তি করে ঝিকরগাছার উদ্দেশ্যে যাচ্ছিলাম বটতৈল বাইপাস সড়কের ওখানে মটরসাইকেল এসে আমার গাড়ির সামনে পরে। পরে হাইওয়ে পুলিশ ফাঁড়ির আমাকে আটক করে নিয়ে আসে। চৌরহাস হাইওয়ে থানার অফিসার ইনচার্জ দেবব্রত রায় জানান, স্থানীয় মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহত মটর সাইকেল চালককে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। এছাড়াও ট্রাক জব্দ করা হয়েছে এবং ট্রাক চালককে আটক করা হয়েছে শেষ খবর পাওয়া পর্যন্ত মামলার পস্ততি চলছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here