মণিরামপুরে ভিলেজ মার্কেটের উদ্বোধন ও রাজগঞ্জ বঙ্গবন্ধু পর্যাটন কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

0
186

হেলাল উদ্দিন, রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার দূর্বাডাঙ্গা বাজারে নব-নির্মিত ভিলেজ মার্কেটের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর-২০২২) বিকালে দূর্বাডাঙ্গা বাজারের আনুষ্ঠানিক ভাবে এই নব-নির্মিত মার্কেটের উদ্বোধন করা হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত মার্কেটের উদ্বোধন করেন এবং বক্তব্য রাখেন- স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্য। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মণিরামপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ কাজী মাহমুদুল হাসান।
এ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ কবির হোসেন, সহকারি কমিশনার (ভূমি) মোঃ আলী হাসান, স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর এদিন (বৃহস্পতিবার-১৫/১২/২০২২) সন্ধ্যায় উপজেলার রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ঝাঁপা বাওড় পাড়ে নির্মাণাধীন রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় বঙ্গবন্ধু পর্যাটন কেন্দ্রের চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি। এসময় তার সাথে উপস্থিত ছিলেন- রাজগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ, রাজগঞ্জ বাজার পরিচালনা (উন্নয়ন) কমিটির সাধারণ সম্পাদক, রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ আব্দুল লতিফ, রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মাসুদ কামাল তুষার, তরুন আওয়ামীলীগ নেতা মোঃ শরিফুল ইসলাম চাকলাদার সহ আওয়ামীলীগ ও দলীয় সংগঠনের স্থানীয় নেতাকর্মীবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here