যশোর অফিস : যশোরের স্বেচ্ছাসেবকলীগ নেতা আসাদুজ্জামান ওরফে বুনো আসাদ হত্যা মামলার আসামি মাঠ সুমনকে গ্রেফতার করেছে র্যাব। আজ সন্ধ্যা ৭টায় ঝিনাইদাহের কালিগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটক সুমন ওরফে মাঠ সুমন যশোর শহরের নাজির শংকরপুর মাঠপাড়ার আইয়ুব আলর ছেলে।
র্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক লে . কমান্ডার এম নাজিউর রহমান জানান, গত ৮ নভেম্বর যশোর শহরের বেজপাড়া সাদেক দারোগার মোড়ে সেচ্ছাসেবকলীগ নেতা বুনো আসাদকে চাকু দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে সুমনসহ ৬জনের নামে মামলা করেন। ঘটনার পর থেকে সুমনসহ অন্য আসামিরা পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে আজ সন্ধ্যায় রেবের একটি টিম ঝিনাইদহের কালিগঞ্জ বাস স্ট্যান্ড থেকে সুমনকে গ্রেফতার করে।
তিনি আরো জানান, সুমনের বিরুদ্ধে আসাদ হত্যা বাদেও একাধিক হত্যা, বিস্ফোরক, অস্ত্র এবং মাদক আইনে ১১টি মামলা রয়েছে।আলোচিত এই সন্ত্রাসী যশোর শহরের বেজপাড়াসহ অন্যান্য এলাকায় ছিনতাই, চাঁদাবাজি, মাদকসহ কিশোর গ্যাং এর নেতৃত্ব দেয়। তাকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।#















