চৌগাছায় আবাসিক এলাকায় বহুতল ভবনে আগুন ॥ ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রনে

0
206

চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের চৌগাছায় আবাসিক এলাকার একটি বহুতল ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তাৎক্ষনিক ভাবে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে চলে আসে, আগুনে কোন হতাহত বা বড় ধরনের কোন ক্ষতি হয়নি বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, রবিবার বিকেলে বাজারস্থ্য স্বাধীনতা ভাস্কার্য মোড়ে মাদ্রসা শিক্ষক আশরাফুল ইসলামের বহুতল ভবনের চিলেকুঠায় স্থানীয়রা ধুয়ার কুন্ডলী দেখতে পাই। সঙ্গে সঙ্গে ফায়ার সর্ভিসকে খবর দেয়ার পাশাপাাশি তারা পানি দিয়ে আগুন নেভানোর কাজ করেন। এরপর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনের ঘটনায় বড় কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে। বাসা মালিকের ছোট বোন দুলারী খাতুন বলেন, চিলেকুঠায় রাখা পাটখড়িতে হঠাৎ করেই আগুন ধরে যায়। কেন কিভাবে আগুন ধরেছে তা বলা যাচ্ছেনা।
চৌগাছা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুতই আমরা ঘটনাস্থলে এসে ২টি ইউনিট কাজ শুরু করি। এলাকাবাসির প্রচেষ্টায় আগুন ছড়িয়ে যেতে পারেনি। কি কারনে আগুনের সুত্রপাত তা এখনই বলা যাচ্ছে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here