বিজয় দিবস উপলক্ষে যশোরে শীতবস্ত্র উপহার পেল ৮শ’ পরিবার

0
169

যশোর প্রতিনিধি : মহান বিজয় দিবস উপলক্ষে যশোরে শীতবস্ত্র উপহার প্রদান করা হয়েছে। আজ বিকাল ৪টায় নিশাত তাসলিমা এন্টারপ্রাইজ সিএন্ডএফ এজেন্ট যশোরের উদ্যোগে বালিয়া ভেকুটিয়া মাঠে এ উপহার প্রদান করা হয়। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নূরে আলম রুবেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৯নং আরবপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহারুল ইসলাম।
এ সময় তিনি বলেন, আমাদের সমাজের ব্যবসায়ী, সমাজসেবক ও ধনাট্য ব্যক্তিরা যদি অসচ্ছল ব্যক্তিদের জন্য এগিয়ে আসে তাহলে এই শীতে কেউ কষ্ট পাবে না। সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি।
এসময় আরবপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের আট শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন যশোরের যুগ্ম সাধারণ সম্পাদক ও একাত্তর টিভি যশোর প্রতিনিধি এসএম ফরহাদ, নূরে আলম রুবেলের পিতা ওহেদুল ইসলাম, ইউপি সদস্য রোজিনা আক্তার, আবুল কালাম আজাদসহ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here