মহেশপুর(ঝিনাইদহ)অফিস ঃ “আবৃত্তি চর্চা করি,সুন্দরভাবে কথা বলি” এই স্লোগানে মহেশপুরে ৬ দিন ব্যাপী প্রযোজনা ভিত্তিক আবৃত্তি কর্মশালার শুভ উদ্বোধন করেন স্থানীয় এমপি চঞ্চল। মঙ্গলবার সকালে মহেশপুর বনলতা আবৃত্তি চর্চা কেন্দ্রের আয়োজনে মাধ্যমিক শিক্ষক সমিতি মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
বনলতা আবৃত্তি চর্চা কেন্দ্রের নির্বাহী পরিচালক শহিদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঝিনাইদহ ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খাঁন চঞ্চল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী, বিশিষ্ট শিক্ষাবিদ এটিএম খাইরুল আনাম,মহেশপুর পৌর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোজাফ্ফর হোসেন,নিউ চিলড্রেন গ্রেস স্কুলের অধ্যাপক সুকুমার রায়,মহেশপুর প্রেসকাবের সভাপতি আব্দুর রহমান,সরকারি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ডিগ্রী অধ্যাপক রফি উদ্দিন,উপজেলা সাহিত্য পরিষদের সাবেক সাধারন সম্পাদক হুমায়ুন কবির,মহেশপুর সরকারি ডিগ্রী কলেজের বাংলা প্রভাষক পারভীন শসি। অনুষ্ঠানে আবৃত্তি পাঠ করে শোনান মিঠু হাফিজ ও মনিক আইচ।















