স্টাফ রিপোর্টার:- মণিরামপুরে সাইফুল ইসলাম নামের এক শিক্ষককে বেধড়ক মারপিট করে গুরুতর আহত করেছে স্থানীয় মেম্বর। মেম্বরের বেধড়ক মারপীটে মৃত্যু পথযাত্রী হলেন শিক্ষক।
স্থানীয় সুত্রে জানা যায়, মণিরামপুর উপজেলার
মাঝিয়ালী চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ও মুড়োগাছা গ্রামের হায়দার আলী ছেলে সাইফুল ইসলাম মঙ্গলবার সকালে মুড়োগাছা বাজারে চায়ের দোকানে বসে চা পান করছিল। এ সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রোহিতা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বর ফজলুর রহমানসহ ৫/৭ জন আকর্ষিক ভাবে সাইফুল মাষ্টারের উপর হামলা চালিয়ে মেম্বর নিজেই সাইফুলকে বেধড়ক মারপিট করে গুরুতর আহত করে। স্থানীয়রা আহত সাইফুলকে উদ্ধার করে প্রথমে ঝিকরগাছা হাসপাতালে নিয়ে যায়। রোগীর অবস্থার অবনতি হওয়ায় সেখানে থেকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। উল্লেখ্য গত ২দিন পূর্বে মেম্বরের লোকজন মুড়োগাছা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রজেক্টর নিয়ে বিশ্বকাপ খেলা দেখে। এই নিয়ে সাইফুল মাষ্টারের সাথে ঐ মেম্বরের কথা কাটাকাটি হয়েছিল। সেই সুত্র ধরে সাইফুল মাষ্টারকে মারপিট করে আহত করেছে মেম্বর।
কথা হয় রুগীর সাথে থাকা রাব্বী নামের এক ব্যক্তির সাথে তিনি প্রতিনিধিকে বলেন, রগীর অবস্থা ভালো নয়। সম্ভবত মাথায় ও বুকে মারাত্বক আঘাত লাগায় ঘন ঘন বমি করছে। এখন যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মেম্বর ফজলুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। আহত মাষ্টারের পরিবার সুত্রে জানাই, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।















