শালিখায় নেশার টাকা না দেওয়ায় মাকে কুপিয়েছে ছেলে  

0
237

স্টাফ রিপোর্টারঃ মাগুরা শালিখায় নেশার টাকার জন্য বটি দিয়ে কুপিয়ে গর্ভধারিণী মাকে গুরুতর জখম করেছে মাদকাসক্ত ছেলে। আহত মা বর্তমানে যশোর ২৫০ শর্য্যা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গত মঙ্গলবার সকাল ১১টার দিকে মাগুরা শালিখা উপজেলার তালখড়ি ইউনিয়নের পিয়ারপুর গ্রামে এ ঘটনা ঘটে।
দুখিনী মা চম্পা বেগম (৪৫), স্বামী মোঃ ফরিদ শিকদার, সে যশোর টু মাগুরা লোকাল বাসে সুপারভাইজারের কাজ করেন। মোঃ ফরিদ শিকদার সাংবাদিকদের জানান, তিন সন্তানের মধ্যে বড় ছেলে আজাদ শিকদার (২৫) কয়েক বছর ধরে ইয়াবা গাঁজাসহ নানা রকম মাদকে আসক্ত। অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। ইদানিং আবারও বেশি মাত্রায় মাদক সেবন শুরু করেছে আজাদ। মাদকের টাকা না পেলে প্রায়ই সে বাড়ীতে তার মায়ের সাথে ঝগড়া ও ঘরের মালামাল ভাঙচুর করত।
গত মঙ্গলবার সকাল ১১ টার দিকে আজাদ তার মায়ের কাছে মাদক সেবনের জন্য টাকা দাবি করে। তার মা টাকা দিতে অস্বীকৃতি জানালে আজাদ ক্ষিপ্ত হয়ে বটি নিয়ে তার মাকে মাথায় কুপিয়ে জখম করে। আঘাতে মাথা ফেটে হাতের দুটি আঙুল কেটে দ্বিখণ্ডিত হয়। মা চম্পা বেগমের চিৎকার শুনে বাড়ীর চারপাশের বসবাসকারী লোকজন এগিয়ে আসে।
এবং উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শালিখায় নিয়ে যায়। সেখানে জরুরী বিভাগের কর্মরত চিকিৎসক চম্পা বেগমের অবস্থা আসংখ্যা জনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০শর্য্যা সদর হাসপাতালে প্রেরণ করেন। আজাদের জন্মদাতা পিতা ফরিদ শিকদার বলেন শুধু মাদকের জন্য আজ নিজের গর্ভধারিণী, মাকে কুপিয়ে মারাত্মক জখম করেছে জানি না আল্লাহ পাক কি বিচার করবেন তবে এই দুনিয়ায় আমি তার বাবা হয়ে এমন পশুহৃদয় একটা মাদকাসক্ত ছেলের বিচার দাবি করছি প্রসাশনের কাছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here