চুড়ামনকাটি (যশোর) প্রতিনিধি ॥ যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান পাশে দাড়াঁলেন চুড়ামনকাটি ইউনিয়নের বাগদি সম্প্রদায়ের অসহায় ছিন্নমুল নৃগোষ্টী ১২০টি শীতার্থ পরিবারের। তিনি বৃহস্পতিবার মাননীয় প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে জগহাটি গ্রামে গিয়ে বাগদি সম্প্রদায়ের মাঝে এই কম্বল বিতারণ করেন।
এ সময় তিনি বলেন,বর্তমান সরকার অসহায় মানুষের কল্যানে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।ছিন্নমুল মানুষের ভাগ্য উন্নয়ন করার লক্ষে সরকার ইতিমধ্যে একাধিক প্রকল্প বাস্তবায়ন করেছেন এবং একাধিক প্রকল্প চলমান রয়েছে।তিনি শীতে অসহায় ছিন্নমুল মানুষের পাশে দাড়াঁনোর জন্য সমাজের বৃত্তবানদের প্রতি আহবান জানান তিনি।
জেলা প্রশাসককে কাছে পেয়ে সমাজের অবহেলিত বাগদি সম্প্রদায়ের মানুষ গুলে আনন্দে আত্নহারা হয়ে পড়ে।তারা এ সময় তাদের জীবন জীবিকার উন্নয়নসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন জেলা প্রশাসকের নিকট।তিনি অসহায় বাগদি সম্প্রদায়ের ভাগ্য উন্নয়নে কাজ করবেন বলে জানান।
এ সময় উপস্থিত ছিলেন যশোরের এডিসি রফিকুল হাসান,জেলা ত্রান ও পূর্নবাসন কর্মকর্তা রিজিবুল ইসলাম,সাংবাদিক সাজেদ রহমান বকুল, ইউপি সদস্য গিয়াস উদ্দীন প্রমূখ।















