মহেশপুর(ঝিনাইদহ)অফিস: ঝিনাইদহের মহেশপুরে কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের ক্লাব ম্যানেজম্যান্ট (সি.এম.সি) কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় মহেশপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শামীম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা , ফতেপুর ইউপি চেয়ারম্যান গোলাম হায়দার লান্টু,পান্তাপাড়া ইউপি চেয়ারম্যান মাঝহারুল ইসলাম স্বপন, মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমান, সাধারন সম্পাদক শেখ এনামুল হক দুলু প্রমুখ। সভায় বাল্য বিবাহ, যৌতুক প্রথা ও বিভিন্ন ধরণের অপরাদ থেকে বিরত থাকা এবং শিশুদের বিকশিত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।















