মহেশপুর(ঝিনাইদহ)অফিস : ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নে আইন শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুধবার বিকাল সাড়ে ৪টায় ফতেপুর ইউনিয়ন পরিষদের হলরুমে চেয়ারম্যান গোলাম হায়দার লান্টুর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শামীম উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমান, এসআই আলিমুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান আশাদুল ইসলাম, সাবেক যুবলীগ নেতা শরিফুল ইসলাম ভোলন সহ ইউনিয়ন পর্যায়ে মেম্বার ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ওসি খন্দকার শামীম উদ্দিন বলেন, কোন অপরাধকে ছাড় দেওয়া হবে না, মাদক ব্যবসা চলতে দেওয়া হবে না। কিশোর গ্যাং যাতে মাথা চাড়া দিতে না পারে যুব সমাজের প্রতি শতর্ক বার্তা দেন। আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।















