প্রেস রিলিজ : মানবাধিকার সংগঠন রাইটস যশোর ও ঢাকা আহছানিয়া মিশন এর বাস্তবায়নে, সুইজারল্যান্ডের অর্থায়নে ও উইনরক ইন্টারন্যাশনাল পরিচালিত আশ^াস: মানব পাচার থেকে উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষদের জন্য প্রকল্পের অধীন আজ বিকালে যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মানব পাচারের শিকার সারভাইভারদের জন্য প্রস্তুতকৃত বিভিন্ন প্রকার সেবা সংক্রান্ত সার্ভিস ডিরেক্টরির ওয়েব ভার্সন জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত ওয়েব পোর্টালে আপলোড-এর জন্য হস্তান্তর বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর’র জেলা প্রশাসক জনাব মোঃ তমিজুল ইসলাম খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিসি (শিক্ষা ও আইসিটি), সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক অসিত কুমার সাহা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মোঃ আনিছুর রহমান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ শাহীদুল ইসলাম। এছাড়া অংশগ্রহনকারী হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলায় কর্মরত বিভিন সেবা প্রদানকারী সংস্থার প্রতিনিধিবৃন্দ। জেলা প্রশাসক মহোদয় বলেন, আশ^াস প্রকল্প যে ডিরেক্টরিটি পাচার থেকে ফিরে আসা মানুষদের সেবা প্রদান নিশ্চিতকরনে প্রস্তুত করেছে তা এখন থেকে সরকারি ওয়েব পোর্টালে যুক্ত হওয়ায় তার দেখভালের দায়িত্ব জেলা প্রশাসনের। তবে সংশ্লিষ্ট সংস্থাগুলো চাইলে এর যে কোনো অংশ আপডেট করার জন্য আবেদন জানালে তা অত্যন্ত গুরুত্বেও সাথে বিবেচনা করা হবে মর্মে প্রতিশ্রতি প্রদান করেন। সভায় আগত অন্যান্য অতিথিগণ তাদের বক্তব্যে আশ^াস প্রকল্পের ব্যতিক্রমধর্মী জনহিতকর এই কর্মসূচিকে সাধুবাদ জানিয়ে বলেন, নিঃসন্দেহে এই উদ্যোগ প্রশংসার দাবি রাখে। তাই ভবিষ্যতে আশ^াস প্রকল্পের এই ধরণের জনহিতকর কাজের জন্য তাদের প্রতিষ্ঠান সাথে থাকবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তারা তাদের বক্তব্যে আরো বলেন দেশের মধ্যে সরকারি ও বেসরকারি অনেক প্রতিষ্ঠান আছে, তবে সেবা সংক্রান্ত তথ্য তাদের কাছে না থাকায় তারা তা গ্রহন করতে পারে না। সেবা সংক্রান্ত ডিরেক্টরি জেলা প্রশাসনের ওয়েব পোর্টালে যুক্ত হওয়ায় মানব পাচারের শিকার সারভাইভারগন তাদের জন্য চাহিদা মাফিক সেবা গ্রহন করতে সক্ষম হবে। সভায় গুরুত্বের সাথে উল্লেখ করা হয় প্রকল্পের কার্যক্রম শেষ হলেও এসকল ক্ষতিগ্রস্থ মানুদের জন্য সেবা প্রদানের সুযোগ অব্যাহত থাকে তার জন্য অবশ্যই সরকারি পৃষ্ঠপোষকতা দরকার। যশোরে কর্মরত আশ^াস প্রকল্প বাস্তবায়নকারী ২টি সংস্থা রাইটস যশোর ও ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন রাইটস যশোর’র নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন যশোর’র জেলা প্রশাসক মোঃ তমিজুল ইসলাম খান, সভাপতিত্ব করেন রাইটস যশোর’র সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক ডাঃ মোঃ ইয়াকুব আলি মোল্যা। অনুষ্ঠানে জেলা সেবা সংক্রান্ত ডিরেক্টরির ওয়েব ভার্সন মাল্টিমিডিয়ার মাধ্যমে উপস্থাপন করেন রাইটস যশোর আশ^াস প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী বাদশা মিয়া। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ডিরেক্টরির ডিজিটাল ভার্সনটি জেলা প্রশাসনের ওয়েব পোর্টালে আপলোড করা হয়।
Home
যশোর স্পেশাল যশোরে মানব পাচারের শিকার সারভাইভারদের জন্য প্রস্তুতকৃত জেলা সেবা সংক্রান্ত ডিরেক্টরি জেলা...
তালা থেকে কপোতাক্ষ নদে পড়ে যাওয়া ব্যক্তির মরদেহ পাইকগাছার আগড়ঘাটায় উদ্ধার
কাজী লিয়াকত হোসেন,তালা : সাতক্ষীরার তালা উপজেলার কপোতাক্ষ নদ পারাপারের সময় নদীতে পড়ে নিখোঁজ হওয়া রবিউল ইসলাম (৫০)-এর মরদেহ উদ্ধার হয়েছে। রোববার সকালে খুলনার...
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় দোয়া অনুষ্ঠানে ড. লায়ন ফরিদুল ইসলাম— বিএনপি...
মোংলা প্রতিনিধি : মোংলা পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মো: জুলফিকার আলী বলেছেন, লায়ন ড. ফরিদুল ইসলাম বিএনপির পক্ষ থেকে জাতীয়...
নির্বাচনী পরিস্থিতি স্বাভাবিক রাখতে চৌগাছায় পুলিশের কঠোর নিরাপত্তা ও চেকিং
চৌগাছা পৌর প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরের চৌগাছা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও তল্লাশি কার্যক্রম...
ঝিনাইদহে মাটি খুঁড়তে গিয়ে দুটি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার
স্টাফ রিপোটার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহ সদর উপজেলার বড় গড়িয়ালা গ্রামে বাড়ি নির্মাণের জন্য মাটি খুঁড়তে গিয়ে অবিস্ফোরিত অবস্থায় দুইটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা...
যশোরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
যশোর অফিস : যশোর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে জেলা প্রশাসকের...















