নেতা বলে কথা…. কেশবপুরে শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে অফিস সহকারীকে লাঞ্চিত ও হত্যার হুমকী

0
213

নাজমুস শাহাদাৎ, কেশবপুর পৌর প্রতিনিধি : কেশবপুরে এক বিএনপি নেতার বিরুদ্ধে অফিস সহকারীকে লাঞ্চিত করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপুরে (২১ ডিসেম্বর-২২) উপজেলা মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়ের অফিস কক্ষে ডুকে ওই নেতা অফিস সহকারী জাহাঙ্গীর আলমকে লাঞ্চিত পূর্বক তাকে প্রাণনাশের হুমকী প্রদান করে। লাঞ্চিত হওয়া অফিস সহকারী (ক্লার্ক) জাহাঙ্গীর আলম অভিযোগ করে বলেন, অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের কথা অনুসারে বুধবার দুপুরে (২১/১২/২২ তারিখে অফিস কক্ষে বসে ২০২২ সালের এসএসসি পরীক্ষাকে সামনে রেখে প্রতিষ্ঠান থেকে টেষ্ট পরীক্ষায় পাশ করা ২১ জন শিক্ষার্থীর সাথে মুঠোফোনে কথা বলেন, ফরম ফ্লাবের ব্যাপারে। ওই দিন ১২.৫৫ মিনিটে পরিক্ষার্থী সিহান রেজার নাম্বরে রিং দিয়ে ফরম পূরর্ণের ব্যাপারে কথা বলতেই তার পিতা মঙ্গলকোট গ্রামের মৃত কেসমত আলীর ছেলে ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য কাঠ ব্যবসায়ী রেজাউল ওরফে কাঠ রেজাউল তার উপর ক্ষীপ্ত হন। এমনকি তিনি তার পরিচয় দেওয়া সত্বেও সিহানের পিতা অকথ্য ভাষায় গালিগালাজসহ তাকে দেখে নেওয়ার হুমকী দেয়। শুধু মোবাইলে গালিগালাজ ও হুমকী দিয়ে তিনি খ্যান্ত হয়নি। এর খানিক পর তিনি ক্যাডার মুর্তি ধারন করে দুপুর ১টা ৩০ মিনিটের দিকে তিনি শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে তাকে লাঞ্চিত পূর্বক অকথ্য ভাষায় গালমন্দ করেন।এমনকি যাওয়ার সময় তিনি তাকে প্রাননাশের হুমকী প্রদান করেন। এব্যাপারে মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বজলুর রহমান সরদার এই প্রতিনিধিকে জানান, প্রতিষ্ঠানে ঢুকে একজন অফিস সহকারীকে লাঞ্চিত করা অত্যান্ত দুঃখজনক ঘটনা। প্রথমিক তদন্তে ঘটনাটি সত্য প্রমানিত হয়েছে এবং এই ঘটনায় ম্যানেজিং কমিটির সদস্যদের উপস্থিতিতে একটি রেজুরেশনও করা হয়েছে। এই ঘটনায় দায়ী ব্যক্তির বিরুদ্ধে কঠোর শাস্তির জন্য উপজেলা প্রশাসনের কাছে অভিযোগের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। এব্যাপারে মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিমের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে একজন অফিস সহকারীকে লাঞ্চিত করা মানে প্রতিষ্ঠানের সকলকে লাঞ্চিত করা। প্রতিষ্ঠানের ভাবমুর্তি অক্ষুন্ন রাখতে এহেন ঘটনার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহনে ম্যানেজিং কমিটি ও শিক্ষকবৃন্দ একমত পোষণ করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here