অভয়নগরে প্রেমবাগের এরশাদ এতিমখানার নবনির্মিত ভবনের উদ্বোধনে

0
173

অভয়নগর (যশোর) প্রতিনিধি : অভয়নগরে প্রেমবাগের এরশাদ এতিমখানার নব নির্মিত ভবনের ৪তলা উদ্বোধনে করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে উপজেলার ঐতিহ্যবাহী প্রেমবাগের এরশাদ এতিমখানার নতুন ভবনের শুভ উদ্বোধন করা হয়। জানা যায়, ১কোটি ২৮ লক্ষ টাকা ব্যয় এতিমদের থাকার জন্য এ ভবনটি নির্মিত করা হয়েছে। এলাকাবাসীর কাছ থেকে ২০ লক্ষ টাকা এবং বিভিন্ন দপ্তর থেকে ১ কোটি ১৮ লক্ষ টাকা প্রদান করা হয়েছে।
অত্র এতিমখানার সভাপতি সৈয়দ মাহবুব হোসেন সভাপতিত্বে প্রধান অতিথি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নবিরুল ইসলাম বুলবুল ও প্রধান বক্তা হিসাবে যুগ্ম সচিব সুভাষ চন্দ্র বিশ্বাস উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য রাখেন, প্রফেসর মুজিবর রহমান শাওন। বিশেষ অতিথি ছিলেন, অর্থদানকারী প্রবাসী ডাক্তার আব্দুল মান্নানের ভাই শাহিনুর কবির, প্রবাসী জমি দাতা মোশারফ হোসেন মো. সোবহান মোল্যা মোঃ আহসান। আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা সৈয়দ কামরুজ্জামান, শিক্ষক মাহবুব হোসেন, মালোপাড়া ক্যাম্প ইনচার্জ মো. ওহিদুল ইসলাম, উদিচী উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুনীল দাস, সাংবাদিক জাকির হোসেন হৃদয় প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, এতিমখানা সাধারণ সম্পাদক মোল্যা সাইদ আলম বাচ্চু।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নবিরুল ইসলাম বুলবুল ও সচিব সুভাষ চন্দ্র বিশ্বাস জানান, এরশাদ এতিমখানায় সার্বিক সহযোগিতা করা হবে। এবং পর্যায়ক্রমে মাদ্রাসার উন্নয়নে কাজ করে যাব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here