ঝিমোচ্ছে আমার শহর ! 

0
192

মোঃ হাসান, ইবি, বলছিলাম দেশের অন্যতম শিল্পাঞ্চল প্রাচ্যের ডান্ডি খ্যাত নারায়ণগঞ্জ জেলার কথা। চারদিকে শিল্প কারখানার দূষিত বায়ু । চলছে শীতকালের শুষ্ক আবহাওয়া। প্রায় দীর্ঘদিন ধরে বৃষ্টির নাম গন্ধও নেই। যার জন্য চারদিকে ধুলোয় পরিপূর্ণ। মুগ্ধতা নিয়ে এই বাংলায় শীতের আগমন আশীর্বাদ স্বরূপ । সময়ের পরিক্রমায় শীতের আবির্ভাব পাঁচ ঋতু পর। হেমন্তের মিষ্টি বিকেল শেষে কুয়াশার চাদর জড়িয়ে দেশের বিভিন্ন অঞ্চলে নামে হাড় কাঁপানো শীত। দেশের অন্যান্য অঞ্চলের মতো নারায়ণগঞ্জ শহরে শীতের আগমন। কিন্তু এখানে ঠিক উল্টো অবস্থা। অপরিকল্পিত শিল্প নগরী এবং আবাসিক অঞ্চল একসাথে হওয়ায় ছয় ঋতুতে কোনরকম মানানসই হলেও, শীতকাল তার থেকে ভিন্ন। শীতকালের শুষ্ক আবহাওয়া এবং অনাবৃষ্টির কারণে পরিবেশ দূষন মাত্রাতিরিক্ত । যার প্রেক্ষিতে বসবাসের অনুপযোগী হয়ে উঠে এই নগরী। শীতকালে সবচেয়ে অসহনীয় হয়ে উঠে এই নগরীর জন্মদাতা বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যার পানি দূষণ । এই নদীর পানি থেকে বিশ্রী দুর্গন্ধ চারদিকে ছড়িয়ে যায়। এই নগরীর জনমানবের স্নিগ্ধ হাওয়ায় স্বাদ গ্রহণের একমাত্র অবলম্বন নদীর তীর। নদীগুলোর দূষণের যদি এই হয় তাহলে জনমানব নিরূপায়। ক্ষুদ্র এই অঞ্চল নিয়ে নানা বৃহত্তর পরিকল্পনা থাকলেও তার অধিকাংশ অকার্যকর। সুশীল সমাজের নিরবতার সম্মতি দেয় এই অঞ্চল একসময় বিলুপ্ত হয়ে যাবে এবং খুব দ্রুত বসবাসের অনপযোগী হয়ে উঠবে এই শহর। হারিয়ে যাচ্ছে বুড়িগঙ্গা, হারিয়ে যাচ্ছে শীতলক্ষ্যা, হারিয়ে যাবে এই নগরী, হারিয়ে যাব আমরা। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here