ভাতুড়িয়ার ইকবালের বিরুদ্ধে অস্ত্র মামলায় চার্জশিট

0
177

মালিকুজ্জামান কাকা, যশোর : যশোরে অস্ত্র মামলায় আদালতে চার্জশিট দাখিল করেছে ডিবি পুলিশ। তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই রাজেশ কুমার দাশ আদালতে এ চার্জশিট দাখিল করেন। ইকবাল হোসেন চাঁচড়া ইউনিয়নের ভাতুড়িয়া দাড়িপাড়ার মৃত মহর আলী বিশ্বাসের ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, গত ২৩ অক্টোবর রাত সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই মো. শাহিনুর রহমান চাঁচড়া পূর্বপাড়ার সৈয়দ আব্দুল মালেকের বাড়ির সামনে অভিযান চালান। এ সময় সেখান থেকে তিনি ইকবাল হোসেনকে আটক করেন। পরে তার শরীরে তল্লাশি চালিয়ে পরনের লুঙ্গির কোমরে গোঁজা ১টি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। এরপর ইকবাল হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি স্বীকার করেন যে, নিজ বাড়িতে অস্ত্র তৈরি করে থাকেন। এসব অস্ত্র বিভিন্ন স্থানের সন্ত্রাসীদের কাছে বিক্রি করেন। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ ভাতুড়িয়া দাড়িপাড়ায় ইকবাল হোসেনের ঘরে তল্লাশি চালিয়ে খাটের নিচে প্লাস্টিকের ব্যাগে রাখা ওয়ান শুটারগান তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে। এ ঘটনায় আটক ইকবাল হোসেনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেন এসআই মো. শাহিনুর রহমান। এরপর তদন্ত শেষে তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা এসআই রাজেশ কুমার দাশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here