মহান বিজয় দিবস উপলক্ষে অভয়নগর থানায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ঐক্যবদ্ধ আওয়ামী লীগের ক্ষতি করা সম্ভব নয়- রণজিত রায় এমপি

0
257

অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগর থানায় মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় যশোর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য রণজিত কুমার রায় বলেন, ঐক্যবদ্ধ আওয়ামী লীগের ক্ষতি করা সম্ভব নয়। যারাই ক্ষতি করার চেষ্টা করেছে তারা নিশ্চিহ্ন হয়ে গেছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার। এই সরকারের উন্নয়নের ধারা বাধাগ্রস্থ করতে স্বাধীনতা বিরোধী বিএনপি-জামায়াত জোট এখনও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। ঐ অপশক্তিকে প্রতিহত করা ও দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নিতে পুনরায় শেখ হাসিনার সরকারকে রাষ্ট্রিয় ক্ষমতায় আনতে হবে বলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 
অভয়নগর থানার আয়োজনে গতকাল শুক্রবার বিকালে থানা চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামীম হাসান। বিশেষ অতিথি ছিলেন, যশোর জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার। 
অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় সংসদের সাবেক হুইপ অধ্যক্ষ শেখ আব্দুল ওহাব, নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস শান্ত, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন, রাজঘাট-নওয়াপাড়া শিল্পাঞ্চল শাখা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রবিন অধিকারী ব্যাচা, উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ডের আহবায়ক আলী আহম্মেদ খান, উপজেলা ভাইস চেয়ারম্যান মিনারা পারভীন প্রমুখ। আলোচনা সভা শেষে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here