মালিকুজ্জামান কাকা, যশোর : যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ ইসহক ও সম্পাদক আবু মোর্ত্তজা ছোটসহ নবনির্বাচিত নেতৃবৃন্দ দায়িত্ব গ্রহন করেছেন। রোববার এ উপলক্ষে সমিতির ১ নম্বর ভবনের অফিস কক্ষে সাবেক সভাপতি শরীফ নূর মোহাম্মদ আলী রেজা ও সধারণ সম্পদক শাহানুর আলম শহীন নবনির্বাচিত পরিষদকে দায়িত্ব হস্তান্তর ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরমের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ রুহল কুদ্দুস কচি, নজরুল ইসলাম, নূর আলম পান্নু, মুনীরা রুবাইয়া মুন্নী, আলীবুদ্দিন খান, রবিউল ইসলাম খোকন, মুক্তাদিরুল হক, ওজিয়ার রহমান, কিশোর সাহা, রকি আহম্মেদ সোনিয়া শারমিন, আলমগীর সিদ্দিকী প্রমুখ।
সতিমির সদস্যদের মান উন্নয়নে এ কমিটি যাতে কাজ করতে পারে সেব্যাপারে সকলের সহযোগীতা কামনা করেছেন নির্বাচিত নেতৃবৃন্দ।















