স্টাফ রিপোর্টার(চৌগাছা) যশোর।। যশোরের চৌগাছায় দিনব্যাপী গণসংযোগ চালিয়েছেন সাবেক বিদ্যুৎ, জ্বালানী ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলাম। মঙ্গলবার (৩ জানুয়ারি) তিনি চৌগাছার নারায়নপুর ইউনিয়নের বড়খানপুর বাজার, ফাঁসতলা বাজার, চাঁদপাড়া, বাদেখানপুর, নারায়নপুর বাজার, পেটভরা, হাজরাখানা, টেংগরপুর, বদিতলা গ্রামে এই গণসংযোগ করেন। এসময় তিনি গ্রামের প্রবীণ আওয়ামী লীগ নেতাদের বাড়িতে গিয়ে তার ও পরিবারের খোঁজখবর নেন। এছাড়া মৃত আওয়ামী লীগ নেতাকর্মীদের কবর জিয়ারত করে তার পরিবারের সদস্যদের খোঁজ নেন।
সাবেক এই প্রতিমন্ত্রীকে কাছে পেয়ে আওয়ামী লীগ কর্মীরা আবেগাপ্লুত হয়ে পড়েন।গ্রামে শতভাগ বিদ্যুতায়ণ ও রাস্তাঘাটের উন্নয়নের জন্য সাবেক এই প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ দেন। প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগের ২২তম সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষনা দিয়েছেন। সে লক্ষ্যে কাজ করছে সরকার।
এদিন তিনি চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল হোসেন মল্লিক ও পীর বলুহ দেওয়ান (রহ.) রওজা শরীফে কবর জিয়ারত করেন। উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মোজাম্মেল হকের বাড়িতে যান, উপজেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য অসুস্থ মো. হায়দারের বাড়িতে যান এবং শারিরীক অবস্থার খোঁজ নেন। সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন মুকুলের বাড়িতে গিয়ে তার পরিবারের খোঁজখবর নেন। এসময় তিনি মৃত যুবলীগ নেতা মুক্তার হোসেনের বাড়ি গিয়ে তার স্ত্রী ও চার কন্যা সন্তানের খোঁজখবর নেন।উপজেলা আওয়ামী লীগের সদস্য কামাল মল্লিক ও বিল্লাহ মল্লিকের বাড়িতে যান। এছাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় প্রতিমন্ত্রীর সাথে ছিলেন, তার ছেলে যশোর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মোস্তফা আশিষ ইসলাম, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. শাহাবুদ্দীন (বড় মিয়া), বদরুল আলা রবি, ছাত্রলীগ নেতা আকিব বেন ইয়ামিন প্রমূখ।















