জসিম উদ্দিন, শার্শা : যশোরের শার্শায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুমন হোসেন নয়ন (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৪ই জানুয়ারি বুধবার বেলা ১১টার সময় তার মৃত্যু হয়। নিহত সুমন হোসেন নয়ন জামতলার টেংরা পশ্চিম পাড়া গ্রামের আব্দুল গফুরের ছোট ছেলে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সকালে উলাশী ইউনিয়নের ধলদাহ গ্রামের সহিদুল এর বাড়ির দ্বিতলায় ভবনের কাজে যায় সে। ঐ সময় নয়ন সহ আরও পাঁচ সাত জন শ্রমিক সহিদুলের বাড়ির দ্বিতলা ভবনের সাদের জন্য রড সেটিং করছিলো। এমন সময় নয়ন একটি রড দোতলায় উঠানোর চেষ্টা কালে কোন কিছু বুঝে উঠার আগেই বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া ৩৩ হাজার ভোল্টের ৩টি তারের একটি তারে স্পর্শ করার সাথে সাথেই নয়ন বিদ্যুয়িত হয়ে পড়ে যায়। তখন নয়নের সহকর্মিরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার প্রতিমধ্যে সে মারা যান।
এ বিষয়ে ৮নং টেংরা ওয়ার্ডের মেম্বার মোজাম গাজী বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। নয়ন অনেক ভালো ছেলে ছিলো। তার বিদেশ যাওয়ার প্রস্তুতি চলছিলো এখন নয়নকে হারিয়ে পাগল প্রায় নয়নের পরি















