চৌগাছায় পাশাপোল ইউনিয়নে সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলামের দিনব্যাপী গণসংযোগ

0
176

স্টাফ রিপোর্ট (চৌগাছা) যশোর : যশোরের চৌগাছায় দিনব্যাপী গণসংযোগ চালিয়েছেন সাবেক বিদ্যুৎ, জ্বালানী ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলাম। মঙ্গলবার (৩ জানুয়ারি) তিনি চৌগাছার পাশাপোল ইউনিয়নের পাশাপোল বাজার, খলসি বাজার, রানীয়ালী বাজার, মালিগাতী বাজার, বুড়িন্দিয়া দশপাকিয়া মাধ্যমিক বিদ্যালয়, সুরেশ্বরকাঠি ও বড়গোবিন্দপুর বাজারে এই গণসংযোগ করেন। এসময় তিনি গ্রামের প্রবীণ আওয়ামী লীগ নেতাদের বাড়িতে গিয়ে তার ও পরিবারের খোঁজখবর নেন। এছাড়া মৃত আওয়ামী লীগ নেতাকর্মীদের কবর জিয়ারত করে তার পরিবারের সদস্যদের খোঁজ নেন। প্রচন্ড শীতের মধ্যে সাবেক এই প্রতিমন্ত্রীকে কাছে পেয়ে আওয়ামী লীগ কর্মীরা আবেগাপ্লুত হয়ে পড়েন। প্রতিমন্ত্রী বলেন, শিক্ষাবান্ধব আওয়ামী লীগ সরকার দেশ ও দশের উন্নয়নে ব্যাপক কাজ করছে। ডিজিটাল বাংলাদেশের পর এবার স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য আওয়ামী লীগ সরকারকে আবার ক্ষমতায় আনতে হবে। এসময় তিনি তরুণ প্রজন্মকে কারিগরী শিক্ষায় শিক্ষিত হয়ে জ্ঞ্যানভিত্তিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষার ব্যাপারে তাগাদা দেন।
এদিন তিনি সাবেক মেম্বর বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, ইউপি সদস্য মজিবর রহমান, জয়দেব বাবু, আব্দুর রহিম, চেয়ারম্যান ওবায়দুল ইসলাম সবুজ, সাবেক ইউপি সদস্য বাবু মহাদেব, আকিমুল হোসেন, কিতাব আলী এবং মাগুরা ইউনিয়নের ইউপি সদস্য আকরাম হোসেনের বাড়িতে যান ও তাদের পরিবারের খোজখবর নেন। এসময় প্রতিমন্ত্রীর সাথে ছিলেন, তার ছেলে যশোর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মোস্তফা আশিষ ইসলাম, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. শাহাবুদ্দীন (বড় মিয়া), মো. মোকাম্মেল, ডা. মহিবুল ইসলাম, ছাত্রলীগ নেতা আকিব বেন ইয়ামিন, মোস্তফা তাজওয়ার তাহমীদ প্রমূখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here