মিঠুন দত্ত: যশোরের অভয়নগ উপজেলায় যাত্রীবাহি গড়াই বাসের চাপায় মটরসাইকেল আরোহী ইকবল হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। এসময় তার সাথে থাকা নয়ন শেখ (২৫) মারাত্মক আহত হয়েছে। আহত নয়ন শেখকে খুলনায় একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১১ টার সময় যশোর-খুলনা মহাসড়কের চেঙ্গুটিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর যশোর-খুলনা মহাসড়ক স্থানীয় লোকজন স্কেবেটর দিয়ে খুড়ে দেয়। এ সময় প্রায় দুই ঘন্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনলে আবার যান চলাচল শুরু হয়।
নিহত ইকবল হোসেন অভয়নগর উপজেলার বুইকরা গ্রামের আব্দুর রহিম সরদারের ছেলে। সে ইলেকট্রিক মিস্ত্রির কাজ করতেন। এবং আহত নয়ন শেখ একই গ্রামের মুজিবর শেখের ছেলে। নয়ন শেখ সিসি টিভি ক্যামেরার কাজ করতেন। ইকবল হোসেনের মৃত্যুতে অভয়নগর ইলেকট্রিক সমিতি আজ সকল প্রকার ইলেকট্রিক কাজ বন্ধ করে দেয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা গেছে,আজ রবিবার সকাল সাড়ে ১১ টার সময় ইকবল হোসেন ও নয়ন শেখ মটরসাইকেলে করে চেঙ্গুটিয়া বাজারের পাশে দাড়িয়ে ছিল। এ সময় খুলনাগামী যাত্রীবাহি গড়াই পরিবহন (ঢাকা মেট্রো ব ১৫-১১৯৯) অন্য একটি গাড়ী ওভারটেক করতে যেয়ে মটরসাইকেলকে ধাক্কা দেয়। ঘটনা স্থলেই ইকবল হোসেন মারা যায়। নয়ন শেখকে মারাত্মক আহত অবস্থায় অভয়নগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে খুলনা একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়েছে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা মহাসড়কে স্কেবেটর দিয়ে খুড়ে যানচলাচল বন্ধ করে দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছালে প্রায় দুই ঘন্টাপর যানচলাচল স্বাভাবিক হয়। এসময় সড়কের দু’পাশে শতশত যানবাহন আটকা পড়ে।
নওয়াপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সিদ্দিকুর রহমান জানান,সকাল সাড়ে ১১ টার সময় যাত্রীবাহি গড়াই পরিবহনের ধাক্কায় ইকবল হোসেন নামে একজন নিহত হয়েছে। নয়ন শেখ নামে অপরজন আহত হয়েছে। বাসটি আটক করা হয়েছে।















