মহেশপুর(ঝিনাইদহ)অফিস : ঝিনাইদহের মহেশপুর উপজেলার চন্ডিপুর গ্রামের মৃত মুন্নাফ মন্ডলের ছেলে রফিকুল ইসলামের পরিবারকে একই গ্রামের ভূমি দস্যু মৃত মুন্সির ছেলে আব্দুস সাত্তার, রফু মন্ডলের ছেলে সাইফুল ইসলাম, মৃত জলিল মন্ডলের ছেলে আব্দুস সালাম ও গফুর মালিতার ছেলে টুকুর বিরুদ্ধে বসতভিটা থেকে উচ্ছেদ করে অবৈধভাবে জমি দখলের অভিযোগ উঠেছে। বর্তমানে উচ্ছেদ আতংকে ওই পরিবারের সদস্যরা পরের জমিতে মানবেতর জীবন যাপন করছেন। রবিবার সকালে ভুক্তভোগী রফিকুল ইসলাম মহেশপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ঘটনার প্রতিকার ও দোষীদের বিচার দাবি করেন।
সংবাদ সম্মেলনে রফিকুল ইসলাম বলেন,মহেশপুর উপজেলার ৮০ নং দ্বারিয়াপুর মৌজার ১/১ খতিয়ানে ২২৮১ নং দাগে ৭৭শতক জমি পৈতৃক সূত্রে প্রাপ্ত হইয়া ৪০ বছর যাবৎ ভোগ দখল করিয়া আসিতেছি। সম্প্রতি প্রতিপক্ষ ভূমি দস্যুরা তাদের লাঠিয়াল বাহিনী দিয়ে রফিকুলের বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর করে ভিটে থেকে তাড়িয়ে দেয়।
এ বিষয়ে রফিকুলের ভাই খাইরুল ইসলাম ঝিনাইদহ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারী কার্যবিধি ১৪৪ ধারা মামলা করেন। যার নং-৩১৭/২২। আদালতের রায় রফিকুলের পক্ষে থাকলেও ভূমি দস্যুরা বে-আইনীভাবে জমি দখল করেছে। অসহায় পরিবারটি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্তের পাশাপাশি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। ভুক্তভোগী পরিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর সু-দৃষ্টি কামনা করেছেন।















