অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে রোটার্যাক্ট ক্লাব অব কালীগঞ্জের পক্ষ থেকে দরিদ্র ও অসহায় ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার রাতে প্রতি বছরের ন্যায় এবারও নওয়াপাড়া নুরবাগ মোড়ে, স্বাধীনতা চত্তরে ও রেলওয়ে স্টেশনে ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন, রোটার্যাক্ট ক্লাব অব কালীগঞ্জের সভাপতি জাকির হোসেন হৃদয়, সাবেক সভাপতি রোটাঃ আহমেদ, রোটাঃ মো. মাহামুদুল হাসান রাজু, রোটাঃ মো. হাফিজুর রহমান, সিনিয়র সাংবাদিক হারুন অর রশিদ, সচিব রোটাঃ দেলোয়ার হোসেন, সাংবাদিক ও ব্যবসায়ীবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।















