যশোর জেলা সড়ক পরিবহন মালিক সমিতির নতুন কমিটিকে অবৈধ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে যশোর মিনিবাস ও বাস মালিক সমিতি

0
390

জি এম অভি : যশোর জেলা সড়ক পরিবহন মালিক সমিতির নতুন নির্বাহী কমিটিকে অগনতান্ত্রিক অ্যাখ্য দিয়ে প্রত্যখ্যান করেছে যশোর মিনিবাস ও বাস মালিক সমিতি। এ কমিটি স¤পূর্ণরুপে অবৈধ ও ইচ্ছা মাফিক করা হয়েছে বলে জানান যশোর মিনিবাস ও বাস মালিক সমিতির নেতৃবৃন্দ। তারা বলেন, যশোর জেলা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটিতে যাদের উপস্থিতি দেখানো হয়েছে এবং বিভিন্ন পদে রাখা হয়েছে তাদের একাংশ জানেন না কবে কখন কমিটি গঠন করা হলো। এমনকি যশোর মিনিবাস ও বাস মালিক সমিতির যে সকল নেতারা বিগত সময় যশোর জেলা সড়ক পরিবহন মালিক সমিতিকে সু-সংগঠিত করে নেতৃত্ব দিয়েছেন তাদের সংগঠন যশোর মিনিবাস ও বাস মালিক সমিতির বর্তমান কোন নেতা যশোর জেলা সড়ক পরিবহন মালিক সমিতির উল্লেখযোগ্য কোন পদে স্থান পাননি। যশোর মিনিবাস ও বাস মালিক সমিতির ২শ’ ৫০ জন সদস্যর ২শ ৭৬ টি বাস চলাচল করছে ৭টি সড়কে । এত বড় সংগঠনের নেতাদের না জানিয়ে অবৈধ অগণতান্ত্রিক পদ্ধতিতে কমিটি গঠন করেছে যশোর জেলা সড়ক পরিবহন মালিক সমিতি। যারফলে এ কমিটিকে মনগড়া অবৈধ ও অগণতান্ত্রিক আখ্যা দিয়ে প্রত্যাখ্্যান করেছে যশোর মিনিবাস ও বাস মালিক সমিতির নেতারা। গতকাল ৯ জানুয়ারি যশোর মিনিবাস ও বাস মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মুসলিম আলী ও সাধারন সম্পাদক শাহিন কবির স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্ল্যেখ করেন, যশোর জেলা সড়ক পরিবহন মালিক সমিতির নতুন কমিটি গঠনের সংবাদ প্রচার হয় যশোরের কয়েকটি স্থানীয় পত্রিকায়। উক্ত সংবাদ দেখে আমরা হতবাক হই। কমিটি গঠনের দিন আমাদের সংগঠনের কোন প্রতিনিধি উপস্থিত ছিলেন না। যারা এ কমিটিতে বড় পদে আছেন তাদের দুই সংগঠনে যে সদস্য আছে তার দিগুন সদস্য যশোর মিনিবাস ও বাস মালিক সমিতিতে। আমাদেরকে বাদ দিয়ে তড়িঘড়ি করে কমিটি দিয়েছে যার ফলে এ কমিটিকে আমরা প্রত্যাখ্যান করেছি। সীমান্ত পরিবহন বাস মালিক সমিতির আহবায়ক ও যশোর জেলা সড়ক পরিবহন মালিক সমিতির নব্য কমিটির যুগ্ম সম্পাদক হাজী আলমগীর কবির সুমন বলেন, নতুন এ কমিটিতে একটু ঝামেলা হয়েছে যশোর মিনিবাস ও বাস মালিক সমিতির সাধারন সম্পাদক অসীম কুন্ড দেশের বাইরে আছেন তিনি দেশে ফিরলে সবকিছু ঠিক হয়ে যাবে। যশোর মিনিবাস ও বাস মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মুসলিম আলী ও সাধারন সম্পাদক শাহিন কবির বলেন, যশোর জেলা সড়ক পরিবহন মালিক সমিতির নব গঠিত এ কমিটি অবৈধ। সংগঠনের গঠনতন্ত্র উপেক্ষা করে কমিটি গঠন করা হয়েছে । এ কমিটি আমরা কখনোই মেনে নিতে পারবোনা। তারা আরও বলেন, যশোরের বৃহৎ সংগঠন যশোর মিনিবাস ও বাস মালিক সমিতি। এ সমিতির ২শ ৫০ সদস্যর দুইশ ৭৬ টি গাড়ি বিভিন্ন সড়কে চলাচল করছে অথচ বৃহৎ এ সমিতির কাউকে না জানিয়ে যশোর জেলা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটি গঠন করা হয়েছে যা ইতিমধ্যে হাস্যরসের সৃষ্টি করেছে। এ বিষয় জানতে চাইলে যশোর জেলা সড়ক পরিবহন মালিক সমিতির নতুন কমিটির সভাপতি ও আই.ডি.বি.এস এর সাধারন সম্পাদক পবিত্র কাপুড়িয়া বলেন,যারা অভিযোগ করেছে তারা অযোগ্য । ওরা বললে তো হবে না। তারা এখন পর্যন্ত সড়কের সদস্যই হতে পারেনি, বর্তমানে দুজনই ভারপ্রাপ্ত । তিনি আরো বলেন, কমিটি ঘোষনার আগের মিটিংয়ে যশোর মিনিবাস ও বাস মালিক সমিতির সাধারন সম্পাদক অসীম কুন্ড উপস্থিত ছিলেন এবং নতুন এ কমিটি সম্পর্কে তিনি সবকিছু জানেন। যশোর বাস মালিক সমিতির সভাপতি ও যশোর জেলা সড়ক পরিবহন মালিক সমিতির নতুন কমিটির সাধারন সম্পাদক বদরুজ্জামান বাবলু দৈনিক যশোরকে জানান,নতুন এ কমিটিকে যারা মানতে পারছেন না তাদের সংগঠনের সাধারন সম্পাদক অসীম কুন্ড নিজে থেকে পবিত্র কাপুড়িয়াকে সভাপতি ও আমাকে সম্পাদক প্রস্তাব করে আমেরিকায় গেছেন।
উল্ল্যেখ্য গত রোববার ৮ জানুয়ারি পবিত্র কাপুড়িয়াকে সভাপতি ও বদরুজ্জামান বাবলুকে সাধারন সম্পাদক করে ৩৪ সদস্য বিশিষ্ট যশোর জেলা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটি ঘোষনা করা হয়। এ কমিটি গঠনে সংগঠনের গঠনতন্ত্র মানা হয়নি ও অগনতান্ত্রিক আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে যশোর মিনিবাস ও বাস মালিক সমিতি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here