নড়াইলে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সরকারের অর্জন-সাফল্য বিষয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

0
177

জেলা প্রতিনিধি নড়াইল থেকে: নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের লাহুড়িয়া হাফেজ আব্দুল করিম একাডেমি প্রাঙ্গনে জেলা তথ্য অফিস, নড়াইলের উদ্যোগে এক মহিলা সমাবেশের আয়োজন করা হয় ৷ মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল এগারো ঘটিকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা , ডিজিটাল অপপ্রচার, গুজব, বাল্যবিবাহ প্রতিরোধ, নৈতিকতা ও মূল্যবোধ বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় নড়াইল জেলা তথ্য অফিস প্রান্তিক জনগোষ্ঠীর নারীদের সম্পৃক্ত করণের লক্ষ্যে মহিলা সমাবেশটি আয়োজন করে ৷ 
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান ৷
অনুষ্ঠানের মূখ্য আলোচক ছিলেন নড়াইলের লোহাগড়া উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মো আজগর আলী ৷ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়ার উপজেলা চেয়ারম্যান পরিষদ জনাব এস এম এ হান্নান রুনু, জেলা শিক্ষা অফিসার জনাব এস এম ছায়েদুর রহমান, লোহাগড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব আব্দুল হামিদ ভূঁইয়া, লোহাগড়ার লাহুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়্যারম্যান জনাব এস এম কামরুল, লাহুড়িয়া হাফেজ আব্দুল করিম একাডেমির সভাপতি জনাব মো দাউদ হোসেন এবং একাডেমির প্রধানশিক্ষক জনাব কাজী মহিউদ্দীন ৷
অনুষ্ঠানের স্বাগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো ওয়াহিদুজ্জামান ৷
অনুষ্ঠিত মহিলা সমাবেশে সভাপতিত্ব করেন নড়াইল জেলা তথ্য অফিসার জনাব মো ইব্রাহিম আল মামুন ৷
উক্ত মহিলা সমাবেশে বক্তারা বলেন, নড়াইলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা আমাদের সকলের দায়িত্ব ৷ সবারই পারষ্পরিক সহমর্মিতা ও সহনশীল আচরণ বজায় রাখা উচিত ৷
এছাড়া বাল্যবিবাহ ও মাদকের প্রসার রোধ, গুজব প্রতিরোধ, ডিজিটাল মাধ্যমে অপপ্রচার রোধে করণীয় বিষয়ে বক্তারা আলোচনা করেন ৷
সকলের নৈতিকতা ও মূল্যবোধ বৃদ্ধিতে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বক্তারা দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ৷
মহিলা সমাবেশে বক্তারা বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা রাখেন ৷
অনুষ্ঠানে প্রায় আটশতাধিক জনসাধারণ উপস্থিত ছিলেন৷ 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here