যশোর অভয়নগরে মাছ ব্যবসায়ীকে গুলি করে হত্যা

0
175

যশোর প্রতিনিধি : যশোর জেলার অভয়নগর উপজেলার সুব্রত মণ্ডল (৪৫) নামে এক মাছ ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে অভয়নগর উপজেলার দামুখালি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
নিহত সুব্রত মণ্ডল উপজেলার দামুখালি অনাদী মন্ডলের ছেলে। তার নামে হত্যাসহ থানায় একাধিক মামলা রয়েছে।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে শামীম বলেন, সকাল ৮টার দিকে বাসা থেকে বের হয়ে ভবদহ মৎস্য আড়তে যাচ্ছিলেন সুব্রত মণ্ডল। পথে উপজেলার দামুখালি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে মোটরসাইকেলে দুই দুর্বৃত্ত এসে তার মাথায় গুলি করে পালিয়ে যান। এতে ঘটনাস্থেলই তার মৃত্যু হয়। তার মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান ওসি।
ওসি আরো জানান, ধারণা করা হচ্ছে চরমপন্থিরা ওই ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা তদন্ত শেষ হওয়ার আগে বলা সম্ভব না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here