যানজটে ইবি শিক্ষার্থীদের ভোগান্তি

0
249

সাকিব হাসান,ইবি : যানজট বাংলাদেশের একটি জাতীয় সমস্যায় পরিণত হয়েছে।এতে দৈনিক কর্মঘণ্টা যেমন নষ্ট হচ্ছে,তেমনি শিক্ষার্থীদের মূল্যবান সময়ও নষ্ট হচ্ছে।যানজট সকল মানুষের জন্য একটি উদ্বেগের বিষয়। 
আমাদের দেশে যানজটের অন্যতম প্রধান কারণ হলো জনগণের অসচেতনতা। অপরদিকে প্রশাসনের নজরদারিতার অভাব। 
বাংলাদেশের দক্ষিণ-প্রশ্চিমঞ্চলের অন্যতম ব্যস্ত মহাসড়ক হচ্ছে ঝিনাইদহ -কুষ্টিয়া মহাসড়ক।প্রতিদিন এ মহাসড়ক দিয়ে হাজার হাজার গাড়ি চলাচল করে। আবার ঝিনাইদহবাসীর কুষ্টিয়া যাওয়ার একমাত্র অবলম্বন এই মহাসড়ক।অপরদিকে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী প্রথম বিশ্ববিদ্যালয় ‘ইসলামী বিশ্ববিদ্যালয়’ ঝিনাইদহ -কুষ্টিয়ার মাঝামাঝি অবস্থিত হওয়ায় এবং বিশ্ববিদ্যালয়ে আবাসন সমস্যার কারণে বেশির ভাগ শিক্ষার্থীই ঝিনাইদহ বা কুষ্টিয়া শহর থেকে বিশ্ববিদ্যালয়ের গাড়ি যোগে নিয়মিত যাতায়াত করে। 
ঝিনাইদহে অবস্থানকারী শিক্ষার্থীদের যাতায়াতের একমাত্র সড়ক হচ্ছে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক।ঝিনাইদহ থেকে বিশ্ববিদ্যালয় যাওয়ার পথে বেশি কিছু বাজার(হাট) যেমন-ভাটই বাজার,গাড়াগঞ্জ বাজার, চড়িয়ারবিল বাজার,মদনডাঙা বাজার,শেখপাড়া বাজার লক্ষ করা যায়।ঝিনাইদহ জেলার অন্যতম সবজি উৎপাদন অঞ্চল হলো শৈলকূপা অঞ্চল।এই অঞ্চলের উৎপাদিত সবজি দেশের বিভিন্ন অঞ্চলে পাঠান হয়ে থাকে।উৎপাদিত সবজি কেনা-বেচা ও বাইরে পাঠানোর জন্য প্রতিদিনই বাজার গুলোতে অনেক মানুষের সমাগম লক্ষ করা যায়।তবে উদ্বেগের বিষয় হলো প্রায় প্রতিদিনই ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে কোন না কোন বাজার অনুষ্ঠিত হয়।এ সকল বাজারের কেনা-বেচার প্রধান জায়গায় যেন সড়ক পথ।সকল সবজি মালিক ও ব্যবসায়ীগণ অসচেতন ভাবেই যেন সড়ক জুড়ে বাজার বসান।ফলে সড়কে যানজটের সৃষ্টি হয়।এ বিষয়ে বাজার কমিটি এবং প্রশাসনের যেন কোন মাথা ব্যথায় নেই।বাজার কমিটি ও প্রশাসনের অসচেতনতারই ফল মূলত এ যানজট।আবার বিশ্ববিদয়্যালয় প্রশাসনও এ বিষয়ে পদক্ষেপ নিলে যানজট সমস্যা সমাধান সম্ভব।এ যানজটে যেমন শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট (ঠিক সময় মত ক্লাসে ও পরীক্ষায় উপস্থিত হতে না পারা) হচ্ছে, তেমনি অনেক কর্মঘন্টাও নষ্ট হচ্ছে।শিক্ষার্থীদের অভিমত, “এ যানজট মূলত উদাসীনতা ও অসচেতনতার ফলেই ঘটে থাকে।” বাজার কমিটি ও প্রশাসনের কঠোর নজরদারিতার মাধ্যমে এ যানজট সমস্যা দ্রুত সমাধান হবে শিক্ষার্থীরা আশা ব্যক্ত করেছেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here