মাবিয়া রহমান,মনিরামপুর (যশোর) প্রতিনিধিঃ যশোরের মনিরামপুরে ট্রাক চাপায় আলমগীর হোসেন (৪০) নামে এক আলমসাধু চালকের মৃত্যু হয়েছে। আজ (বৃহস্পতিবার) দুপুর ২ টার দিকে যশোর-চুকনগর সড়কের চালকিডাঙ্গা নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ঘাতক ট্রাক ও চালককে কেশবপুর থেকে আটক করেছে।
নিহত আলমগীর হোসেন কেশবপুর উপজেলার গড়ভাঙ্গা গ্রামের শেখ নূর ইসলামের ছেলে। আলমগীর পেশায় বিচালি ব্যবসায়ী। ঘটনার সময় তিনি আলমসাধুতে বিচালি বোঝাই করে যশোরের দিক থেকে মনিরামপুরের দিকে আসছিলেন। মনিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) গাজী মাহবুবুর রহমান বলেন, আজ দুপুরে বিচালি বোঝাই করে আলমগীর যশোরের দিক থেকে আসছিলেন। তিনি চালকিডাঙা বাজার এলাকায় পৌঁছুলে পিছন থেকে একটি ট্রাক এসে তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে আলমসাধু চালকের মৃত্যু হয়েছে।
গাজী মাহবুবুর রহমান আরো বলেন, দুর্ঘটনায় জড়িত ট্রাক ও চালককে স্থানীয়দের সহায়তায় কেশবপুরে আমরা আটক করতে সক্ষম হয়েছি। নিহত আলমগীর হোসেনের লাশ মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।















