স্বদেশ চেতনায় অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো যাদের কাজ”

0
261

নিজেস্ব প্রতিবেদন, নারায়ণগঞ্জ, এই শীতে যাদের নেই একখন্ড ছেড়া কাথা, তবে তুমি অনুভব করছো কি তাদের ব্যথা। সমাজের সেই অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন সেবকের কাজ। “সেবক” সমাজের তরূণ-যুবকদের ব্যতিক্রমী একটি স্বেচ্ছাসেবী সংগঠন। স্বেচ্ছায় অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এই সংগঠনের মূল লক্ষ্য। নারায়ণগঞ্জ সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়নের নবীনগর গ্রামের অর্ধশতাধিক তরূণ-যুবক এই সংগঠন গঠন করেন। 
এই সংগঠনের সদস্যরা নিজ উদ্যোগে স্বেচ্ছায় গ্রামের রাস্তা সংস্কার, মেরামত, রাস্তা পরিষ্কার করা, গরিব মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা , কম্বল বিতরণ, বস্ত্র বিতরণ, খেলাধুলা সামগ্রী, সাংস্কৃতিক অনুষ্ঠান, মহান বিজয় দিবস ও স্বাধীনতা দিবস পালন করাসহ অসহায় ও দরিদ্রদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে থাকেন।
সংগঠনটি এই পর্যন্ত এলাকার বিভিন্ন অঞ্চলে শতাধিক বৃক্ষ রোপণ, আট শতাধিক কম্বল বিতরণ, সস্রাধিক পোশাক বিতরণ, এলাকার অধিকাংশ রাস্তা পরিস্কার ও পরিচ্ছন্নকরণ, গোরস্তান পরিস্কার, মসজিদ পরিস্কার করাসহ আরো বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করেছে।
সংগঠনে রয়েছে একটি কমিটি। একটি ভাড়া করা অফিস রয়েছে যেখানে তাদের অস্থায়ী কার্যক্রম পরিচালনা করা হয় । সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী মাসে সদস্যরা একবার বৈঠকে বসেন এবং সদস্যদের থেকে নামমাত্র চাঁদা সংগ্রহ করা হয়। সেই অর্থায়নে তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা হয়। 
জানা গেছে, ২০২০ সালে করোনা মহামারি চলাকালীন সময়ে “সেবক” নামে এলাকার তরূণ-যুবকদের সমন্বে এই স্বেচ্ছাসেবী সংগঠন গঠন করা হয়। এলাকার উন্নয়নের কাজ দেখে আশপাশের অন্য অঞ্চলের তরূণ-যুবকেরা এগিয়ে এসেছেন। অনেক কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা এবং ব্যবসায়ীরা যুক্ত হয়েছেন ” সেবক” স্বেচ্ছাসেবী সংগঠনে । বর্তমানে এই সংগঠনে সদস্যসংখ্যা দাঁড়িয়েছে অর্ধশতাধিকের বেশি ।
সংগঠনের সদস্যরা জানান, সবচেয়ে ভালো তো সেটাই যেটা অন্যকে সাহায্য করার জন্য করা হয়, তারা আরো বলেন তাঁদের সংগঠন যদি প্রচার-প্রচারণা মাধ্যমে সদস্য সংখ্যা বাড়ানো যায় তাহলে দেশের বিভিন্ন অঞ্চলে অসহায় ও দরিদ্র মানুষের পাশে তাদের সাহায্যের হাত বাড়ানো যেত।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here