পাইকগাছায়শ্রীশ্রী রামকৃষ্ণ সেবাশ্রের গীতা বিদ্যাপিটের পিঠা উৎসব অনুষ্ঠিত

0
201

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় মটবাটি শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের গীতা বিদ্যাপিটের পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রাবর দুপুর সাড়ে ১২ টায় প্রধান অতিথি হিসাবে ওই পিঠা উৎসবের উদ্বধন করেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট খুলা জেলা শাখার সাধারণ সম্পাদক সুশান্ত কুন্ড। শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের সম্পদক সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা হিন্দু মহাজোটের সভাপতি আইনজীবী শিবু প্রসাদ সরকার, সম্পাদক অধ্যপক রবিন্দ্র নাথ কর্মকার, তুষার কান্তি বিশ্ব্স, প্রজিৎ কুমার রায়, শিক্ষক হিরোনময়ী বৈদ্য,মিলন রায় চৌধুরী, সুজিত কুমার মন্ডল, সন্তোষ সরকার, জগন্নাথ দেব নাথ, হরিপদ মন্ডল, প্রশান্ত রায়, হিরোক বিশ্বাস, সবুজ মন্ডল, অনুপ বিশ্বাস, চৈতান্ন ঢালী, মিতারায়, নমিতা বিশ্বাস, প্রেমা রায়, সাথী সরকার, মেনকা মন্ডল প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here