অভয়নগরে আবু কাজেম ফাউন্ডেশনের কম্বল পেলো সুবিধাবঞ্চিত শীতার্তরা

0
231

অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে আবু কাজেম ফাউন্ডেশনের পক্ষ থেকে সুবিধাবঞ্চিত শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকালে নওয়াপাড়া পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে উপজেলার বিভিন্ন এলাকার ৭শ’ সুবিধাবঞ্চিত নারী-পুরুষকে একটি করে কম্বল দেওয়া হয়। আবু কাজেম ফাউন্ডেশনের চেয়ারম্যান ও যশোরে জেলা আওয়ামী লীগের সদস্য ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব এনামুল হক বাবুল। প্রধান বক্তা ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন, নওয়াপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম সরদার, আবু কাজেম ফাউন্ডেশনের সদস্য সচিব আহমেদ মিনহাজুল আবেদিন সেলিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন, নওয়াপাড়া পৌরসভার প্যানেল মেয়র জাহাঙ্গীর হোসেন বিশ্বাস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here