প্রধানমন্ত্রীর নিজস্ব চিন্তা থেকে কমিউনিটি কিনিক তৈরি – এমপি কাজী নাবিল আহমেদ

0
175

খাজুরা (প্রতিনিধি) প্রতিনিধি : যশোর-৩ আসনে সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেছেন, ‘ ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিজস্ব চিন্তা থেকে কমিউনিটি কিনিক তৈরি করেছেন। ২০০১ সালে ক্ষমতায় এসে বিএনপি-জামায়াত সরকার দেশের সকল কমিউনিটি কিনিক বন্ধ করে দিয়েছিল। ২০০৮ সালে আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় এসে কিনিকগুলো চালু করে।’ শনিবার (১৪ জানুয়ারি) সকালে যশোর সদর উপজেলার কাঠামারা কমিউনিটি কিনিকে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। কাজী নাবিল আহমেদ বলেন, ‘আগে নারীরা অসুস্থ হলে পুরুষরা কখন হাসপাতালে নিবে সেই অপেক্ষা করতে হত। এখন নারীরা নিজেই কমিউনিটি কিনিকে গিয়ে চিকিৎসা নিতে পারেন।’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেবুতলা ইউপি চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগ নেতা আলিমুজ্জামান মিলন। কাঠামারা কমিউনিটি কিনিকের সিএইচসিপি তারিকুজ্জামানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন, বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন যশোর জেলা শাখার সভাপতি ডা. একেএম কামরুল ইসলাম বেনু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মেহেদী হাসান মিন্টু, শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি জবেদ আলী, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর আবু মাউদ। এ সময় জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক লুৎফর কবির বিজু, হৈবতপুর ইউপি চেয়ারম্যান আবু সিদ্দিক, লেবুতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দাউদ হোসেন, যুবলীগের আহবায়ক জহুরুল হক, জেলা ছাত্রলীগের সহসভাপতি রুহুল কুদ্দুস, যশোর মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। কাঠামারা কিনিক আয়োজিত দিনব্যাপী এ স্বাস্থ্যসেবা ক্যাম্পে প্রায় দুই হাজার নারী-পুরুষ ও শিশুকে চিকিৎসা দেওয়া হয়। যশোর জেনারেল হাসপাতালের বিভিন্ন বিভাগের ১১ জন বিশেষজ্ঞ চিকিৎসক তাদের ব্যবস্থাপত্র দেন। শুধু তাই নয়; ব্যবস্থাপত্রের পাশাপাশি ফ্রি ওষুধও পেয়েছেন রোগীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here