মাগুরার বড়শলই গ্রামের ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

0
265

সাইফুল ইসলাম: শালিখা (মাগুরা) প্রতিনিধি: মাগুরার সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের বড়শলই গ্রামে শুক্রবার বিকালে গ্রামবাংলার ঐতিহ্যবাহী গ্রামীন মেলা ও ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।মাগুরা সদর উপজেলার পঞ্চপল্লীর সর্ববৃহৎ এই গ্রামীণ মেলা ও ঘোড়দৌড় প্রতিযোগিতা প্রতি বছর বাংলা পৌষ মাসের ২৯ ও ৩০ তারিখে বসে।গননায় মূল মেলা ২৯ শে পৌষ হলেও তার আগে পিছে বেশ কিছু দিন ধরে চলে এই মেলার আমেজ।এলাকার মানুষের মুখে মুখে চলমান রয়েছে এই মেলা নানা কল্পকাহিনী ও ঐতিহ্য।শতবর্ষী এ মেলাকে ঘিরে উৎসব আমেজে মেতে ওঠে এলাকার পাড়া-মহল্লার লোকজনসহ আশেপাশের কুচিয়ামোড়া,জগদল,আড়পাড়া, ইউনিয়নসহ আশপাশের ইউনিয়নের প্রায় ২৫-৩০টি গ্রামের মানুষ।এই মেলায় মাছ-মাংশ,মিষ্টির দোকানসহ ফার্ণিচার,বাঁশ,বেত ও মৃৎশিল্পিদের তৈরী নানা রকম খেলনা ও প্রসাধনীর স্টল বসেছে।জানা যায় ২দিন ব্যাপী অনুষ্ঠিত হচ্ছে পঞ্চপল্লীর এ গ্রামিন মেলা ও ঘৌড় দৌড় প্রতিযোগিতা,১৩ (জানুয়ারী) শুক্রবার শুরু হয়ে ১৪ (জানুয়ারী) শনিবার শেষ হচ্ছে এমেলার।একশ বছরেরও বেশী সময় ধরে চলে আসা ঐতিহ্যবাহী মেলার মূল আকর্ষণ ঘোড়দৌড় প্রতিযোগিতা ও কবিগান এছাড়াও সাপখেলা,নাগরদোলা,পুতুল নাচ,যাদু ও কমিডিয়ান শিল্পিদের উপস্থিতি।তবে শিশু-কিশোর,ছেলে-বুড়ো,নারীসহ সব শ্রেনি পেশার মানুষের একটাই উদ্দেশ্য গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা উপভোগ করা।শুক্রবার বিকালে দূরদূরান্ত থেকে আসা নানা শ্রেনিপেশার মানুষ মাঠের মধ্যে রাস্তার পাশে এক কাতারে সামিল হয়েছে দুচোখ ভরে ঐতিহ্যবাহী সেই ঘোড়দৌড় প্রতিযোগিতা উপভোগ করেন।প্রতিযোগিতায় অংশ গ্রহনের জন্য দেশের বিভিন্ন জেলা থেকে ঘোড়া আসে।দুপুর ২ ঘটিকায় ঘোড়দৌড় প্রতিযোগিতা শুরুর আগমুহুর্তে ঘোড়ার মালিক,ফকির ও ছোয়ার ঘোড়াকে তার পথপরিক্রমা দেখাতে ব্যাস্ত।এরপর শুরু হয় কাঙ্খিত সেই ঘোড়দৌড় প্রতিযোগিতা।শীতের বিকালে মিস্টি রোদে অন্যরকম এক আনন্দ উৎসবে মেতে ওঠে লাখও দর্শক।ঘোড়দৌড় প্রতিযোগিতা শেষে সভাপতিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বিজয়ীদের হাতে পুরস্কার তুলেদেন।মেলা কমিটির সভাপতি এইচ এম আলমগীর হোসেন তুষার জানান,শত বছরের ঐতিয্য এই মেলা দেখতে অাশপাশের কয়েক জেলার নানা শ্রেনিপেশার লাখো মানুষের আগমণ ঘটে।প্রশাসনসহ এলাকার সকলের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে প্রতিবছরই মেলা শেষ হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here