শালিখা (মাগুরা) প্রতিনিধিঃ সারাবাংলা ৮৮ ফাউন্ডেশনের উদ্যোগের মাগুরার শালিখায় শনিবার সকাল ১১টায় সুবিধাবঞ্চিত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শালিখা উপজেলা সদর আড়পাড়া সাদিয়া ফিলিং স্টেশন প্রাঙ্গনে ৫০ জন হতদরিদ্রদের হাতে কম্বল তুলে দেন সারাবাংলা ৮৮ ফাউন্ডেশনের শালিখার বন্ধু মুন্সী মামুনুর রহমান, মোঃ সিরাজুল ইসলাম বিকু, হাজী শরিফুল ইসলাম, কাজী সিরাজ, জামাল মুন্সী, সোলাইমান, মোঃ শরিফুল ইসলাম, ডাঃ বিজয় বিশ্বাস, আজিজুর রহমান, সেলিম মুন্সী, আয়েশা খানম প্রমুখ৷
সারাবাংলা ৮৮ ফাউন্ডেশনের উদ্যোগে দেশব্যাপী কম্বল বিতরণের অংশ হিসেবে শালিখায় এই কম্বল বিতরণ করা হয়।















